টেকনিক্যাল সমস্যা। ঠিক হয়েছে। তবে কেউ কেউ ফলোয়ার হারিয়েছেন। কেউ কেউ ফেরত পেয়েছেন।
ফেসবুকে ফলোয়ার (অনুসারী) বিভ্রাটের কবলে পড়েছিলেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গসহ অসংখ্য ব্যবহারকারী। আজ বুধবার সকাল থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীদের ফলোয়ারের সংখ্যা কোনো কারণ ছাড়াই খুব কম দেখাচ্ছিল ফেসবুক। এমনকি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ফলোয়ার সংখ্যা ১১ কোটি ৯১ লাখের বেশি থাকলেও ফেসবুক দেখাচ্ছিল ৯ হাজার ৯৯৬ জন।
ফলোয়ার কমে যাওয়ার বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘কিছু ব্যক্তি নিজেদের ফেসবুক প্রোফাইলে অসামঞ্জস্যপূর্ণ ফলোয়ারের সংখ্যা দেখছেন। এ বিষয়ে আমরা সচেতন আছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করছি। এ অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটার পরপরই ফলোয়ার–বিভ্রাট সমস্যার সমাধান হয়েছে ফেসবুকে। ফলে বর্তমানে আগের মতো সঠিক ফলোয়ার সংখ্যা দেখা যাচ্ছে ফেসবুকে। তবে ঠিক কী কারণে এ সমস্যা হয়েছিল তা জানা যায়নি।
উল্লেখ্য, ফলোয়ার সংখ্যা কমার বিষয়ে বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অভিযোগ জানালেও তেমন গুরুত্ব দেয়নি ফেসবুক।