তৃতীয়বারের মত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের বিপরীতে শিক্ষক নিয়োগের সুপারিশ কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোকে আবারো শূন্যপদের চাহিদা পাঠাতে বলা হয়েছে। জেলা প্রশাসকদের কাছে এ তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে এনটিআরসিএ সূত্র। গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।
শিক্ষক নিবন্ধনধারীদের জন্য এনটিআরসিএ চেয়ারম্যানের বার্তা
জানা যায়, পরিকল্পনা অনুযায়ী ৩য় দফায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এ প্রেক্ষিতে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে তার জেলার বেসরকারি প্রতিষ্ঠানগুলোর শূন্য পদের তথ্য চাওয়া হয়েছে। ২০১৯ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে যেসব পদ শূন্য হবে তার বিষয়ভিত্তিক তালিকা পাঠাতে বলা হয়েছে।
সূত্র আরও জানায়, প্রতিষ্ঠানগুলোর শূন্যপদের তালিকার হার্ডকপি এনটিআরসিএ কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। এছাড়া ইমেইলেও শূন্যপদের তথ্য পাঠাতে বলা হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তাদের। তবে, নতুন নীতিমালা অনুযায়ী নবসৃষ্ট যেসব পদে এখনো শিক্ষক নিয়োগের সুপারিশ হয়নি সেসব পদ শূন্য হিসেবে দেখানো যাবে না।
ফের শূন্যপদের চাহিদা চেয়েছে এনটিআরসিএ
previous post