স্বল্প দৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং অ্যাপ টিক টক এর ক্রেজ আপনি এই তথ্য থেকেই আন্দাজ করতে পারবেন যে, মাত্র ২ বছরের মধ্যেই এটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক কে পিছনে ফেলেছে। এখনো পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটিকে ডাউনলোড ও ইনস্টল করেছে ৬০ মিলিয়নের বেশি মানুষ ।
টিকটক শুধু ফেসবুক কে পেছনে ফেলেছে তা নয়, জনপ্রিয়তার নিরিখে এর মালিকানাধীন ফটো শেয়ারিং অ্যাপ, ইনস্টাগ্রাম কেও হারিয়ে দিয়েছে। টিক টক এখন সারাবিশ্বে গুগল প্লে স্টোর থেকে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ।
সম্প্রতি সেন্সর টাওয়ার ২০১৯ এর একটি রিপোর্ট প্রকাশ করে। যেখানে টিকটকের জনপ্রিয়তা কি হারে বাড়ছে তা জানা যায়। সেন্সর টাওয়ারের এই রিপোর্টে বলা হয়েছে টিকটকের মোট ব্যবহারকারির ৪৪ শতাংশ ভারতীয়। চীনা টেকনোলজি কোম্পানি, Bytedance কিছুমাস আগেই এই অ্যাপের নাম music.ly থেকে বদলে টিকটক রাখে। Bytedance টিকটক ছাড়াও সোশ্যাল মিডিয়া শেয়ারিং অ্যাপ Helo নিয়ে এসেছে, এটিও ব্যাপক জনপ্রিয় অ্যাপ।
সেন্সর টাওয়ার রিপোর্ট ২০১৯ অনুসারে, টিকটকের পরে ডাউনলোডের দিক থেকে গুগল প্লে স্টোরে দ্বিতীয় আছে ফেসবুক। এবং এরপর আছে ইনস্টাগ্রাম। এছাড়াও চার নম্বরে আছে আরেকটি ছোট ভিডিও শেয়ারিং অ্যাপ লাইক। পঞ্চম স্থানের কথা বললে এতে ফটো শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ গুগল প্লে স্টোরের সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপগুলিতে সোশ্যাল মিডিয়া এবং ফটো, ভিডিও শেয়ার করে নেওয়ার অ্যাপ্লিকেশনগুলির প্রাধান্য রয়েছে।
এদিকে Bytedance গত সপ্তাহে ঘোষণা করেছিল যে তারা স্মার্টফোন নিয়ে আসছে। এই ফোনটি আগে চীনে লঞ্চ করা হবে। কোম্পানি মূলত কম বয়সী ছেলে মেয়েদের কথা মাথায় রেখে এই ফোনটি লঞ্চ করবে। মনে করা হচ্ছে ফোনের সেলফির ক্যামেরা ব্যাপক উন্নত প্রযুক্তির সাথে আসবে।