এবার মোবাইল রিচার্জের দুনিয়ায় পা রাখল সামাজিক জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি ফেসবুক তাদের অ্যান্ড্রয়েড অ্যাপে এই সুবিধা যুক্ত করেছে। এর আগে হোয়াটসঅ্যাপ এই সুবিধা চালু করেছিল। এবার ফেসবুকও সেই পথেই হাঁটলো।
কয়েকদিন আগেই ফেসবুক অ্যাপে ‘ফেসবুক মার্কেটপ্লেস’ সহ বেশ কয়েকটি ফিচার এনে চমক দিয়েছিল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির সংস্থার কতৃপক্ষ। এবার গ্রাহকদের সুবিধার্থে আরও একটি নতুন ফিচার এনে চমক দিল ফেসবুক। সম্প্রতি ফেসবুক অ্যাপে ‘মোবাইল রিচার্জ’ বলে একটি নতুন অপশন যোগ হয়েছে।
জানা গিয়েছে, ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে রিচার্জ করা যাবে। প্রত্যেকটি মোবাইল কোম্পানির নাম থাকবে অপশনে। সেখানেই বিভিন্ন দামের প্ল্যানে রিচার্জ করা যাবে।
ফেসবুকের মাধ্যমে যেভাবে করবেন মোবাইল রিচার্জ: ফেসবুক অ্যাপটি প্রথমে খুলতে হবে। তার পর ফেসবুক হোমপেজের উপরে একেবারে ডানদিকে নোটিফিকেশন আইকনের পাশের আইকনটিতে ক্লিক করতে হবে। তার মধ্যেই ‘মোবাইল রিচার্জ’ বলে একটি অপশন থাকবে। ফেসবুক অ্যাপটি আপডেট করলেই এই রিচার্জ অপশনটি পাওয়া যাবে।