বিশ্বজুড়ে এখন শুধুই করোনাভাইরাস সম্পর্কে খবর ছড়িয়ে পড়ছে। প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়ে মানুষের আগ্রহ ও উদ্বেগ আকাশ ছুঁয়েছে। এই অবস্থায় এক বড় ভুল করল ফেসবুক। ভুল করে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া থেকে করোনাভাইরাস সম্পর্কিত পোস্ট ডিলিট হতে শুরু করেছে। গুরুত্বপূর্ণ খবরকে ভুল করে ভুয়া খবর হিসাবে চিহ্নিত করেছে ফেসবুক।
সম্প্রতি টেকক্রাঞ্চ ওয়েবসাইটে একটি রিপোর্টে নতুন স্ক্রিনশট প্রকাশিত হয়েছে। সেখানে ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে, “আর কেউ আপনার পোস্ট দেখতে পাবে না। ভুয়ো বিজ্ঞাপন, জালিয়াতি এবং সুরক্ষা লঙ্ঘনের মতো জিনিসগুলো রোধ করার জন্য এই কাজ করেছি আমরা”। এছাড়াও করোনাভাইরাস সম্পর্কিত এই পোস্টকে স্প্যাম হিসাবে ধরেছে ফেসবুক।
ফেসবুকের এক প্রতিনিধি জানিয়েছেন, “আমরা এই বিষয়ে অনুসন্ধান শুরু করেছি এবং তথ্য ভাগ করে নেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাজ করছি। এই মুহূর্তে আমি নিশ্চিত করতে পারি যে আমরা বিষয়টি খতিয়ে দেখছি, ঠিক কী ঘটছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।” যদিও পরে ঐ পোস্ট সবার জন্য খুলে দিয়েছে ফেসবুক। সিস্টেমে সমস্যা থাকার জন্যই এই ভুল হয়েছে বলে জানা যাচ্ছে।