গত তিন বছরে গ্যালাক্সি জে২-এর ১০ লাখ ইউনিট বিক্রয়ের সাফল্যের পর এবার স্যামসাং নিয়ে আসছে জে২ এর নতুন ভার্সন, গ্যালাক্সি জে২ ফোর-জি। এই নতুন গ্যালাক্সি জে২ ফোর-জি স্মার্টফোনে থাকবে ৪.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড কিউএইচডি ডিসপ্লে। সুপার অ্যামোলেড কিউএইচডি ডিসপ্লেতে থাকছে ১০০০০০:১ কনট্রাস্ট রেশিও এবং সাধারণ টিএফটি এলসিডি ডিসপ্লে থেকে ৪০% অধিক উজ্জ্বল কালার,যা গ্রাহকদের দিবে বেস্ট মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স।
এছাড়াও সুপার অ্যামোলেড ডিসপ্লেতে থাকছে ট্রু ব্ল্যাক কনট্রাস্ট, যার মাধ্যমে গ্রাহকরা পাবেন বেস্ট আউটডোর ভিউইং এক্সপেরিএন্স। জে২ ফোর-জি স্মার্টফোনে আরও থাকছে আলট্রা পাওয়ার সেভিং মোড, যা মোবাইলের ব্যাটারি চার্জকে করবে দীর্ঘস্থায়ী। এবং কম আলোতে উজ্জ্বল ছবি তোলার জন্য থাকছে এফ২.২ ক্যামেরা অ্যাপারচার।
আকর্ষণীয় ফিচার সহ নতুন স্যামসাং জে২ ফোর-জি স্মার্টফোনটি পাওয়া যাবে পূর্বের জে২ মূল্য, ৯,৯৯০ টাকায়। স্যামসাং মূলত চায় তাদের গ্রাহকরা যেন সাশ্রয়ী মূল্যে একটি ভালো স্মার্টফোন কিনতে পারেন, যার সাথে থাকবে উন্নতমানের ডিসপ্লে, ভালো ক্যামেরা এবং পাওয়ারফুল ব্যাটারি পারফরমেন্স।