এই প্রথম অমর একুশে গ্রন্থমেলার জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। ওয়েবসাইটির নাম ba21bookfair.com
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েবসাইটটি উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই ওয়েবসাইট থেকে বইমেলার সকল তথ্য মিলবে। ওয়েবসাইটের মেন্যুবারে রয়েছে হোম, মেলার সময়সূচী, আজকের বই, ঘোষণা, অনুষ্ঠানসূচি, বঙ্গবন্ধুর বই, ২০১৮ সালে প্রকাশিত বইসমূহ, কালোতালিকাভূক্ত স্টলের নাম, বিশেষ সেবা এবং অ্যাবাউট।
ওয়েবসাইটটি ডিজাইন করেছেন বাংলা একাডেমির ইনফরমেশন অ্যান্ড ট্রেনিং ডিভিশন।
ওয়েবসাইটটিতে গিয়ে বইমেলার যাবতীয় তথ্য পাওয়া যাবে।
এই ওয়েবসাইট ছাড়াও বইমেলায় গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে ডিজিটাল তথ্যকেন্দ্র থেকে নতুন বইয়ের তথ্য কিংবা স্টল খোঁজার সুযোগ রয়েছে।
previous post