নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে এই নিয়োগ দেওয়া হবে। মোট ৪৩ জনকে উক্ত পদে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান অথবা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরবর্তী শিক্ষাজীবনে দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। মুক্তিযোদ্ধা, শহীদ সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সব প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
বেতন:
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ওই পদে বেতন দেওয়া হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা:
আগামী ১৪ অক্টোবর-২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।