জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রাকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিভিন্ন পত্রপত্রিকা সহ অনলাইনেও এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বাংলাদেশের সকল স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন।
পদের নাম:
জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার)
যোগ্যতা:
জুনিয়র কমিশন্ড অফিসার পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিএ/বিএসসি/বিকম পাস হতে হবে। এ ছাড়া শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রি/ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত। স্নাতক/সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ-২.০০ এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ থাকতে হবে। প্রার্থীর উচ্চতা অবশ্যই ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং ওজন ন্যূনতম ৪৯.৯০ কেজি হতে হবে। প্রার্থীর বয়স ২২ এপ্রিল, ২০১৯ তারিখ পর্যন্ত ন্যূনতম ২০ থেকে অনূর্ধ্ব ২৮ বছর বয়সী হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
বেতন:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত বেতন স্কেলে বেতন ভাতা, উচ্চতর শিক্ষার সুযোগ, বিনামূল্যে আহার ও বাসস্থান, ভর্তুকি মূল্যে রেশন প্রদানসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের প্রথমে আর্মি ওয়েবসাইটে (http://army.teletalk.com.bd) –তে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ পদ্ধতি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়:
অনলাইনের মাধ্যমে আবেদন শুরু ১০ ডিসেম্বর, ২০১৮ থেকে ৫ জানুয়ারি, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস।
বিস্তারিত: