বুধবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশের অনলাইন পেশাজীবীদের ফোরাম- বাক্কো অনলাই প্রোফেশনালস ফোরাম। রাতে অনলাইনেই এই ফোরামের উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সরাসরি তত্বাবধানে যাত্রা শুরু করতে যাচ্ছে সংগঠনটি। সংগঠনটির ফেসবুক পেজে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।
অনলাইন পেশাজীবীদের উদ্যোক্তা জীবনের বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়াতেই এই সংগঠনের যাত্রা শুরু বলে জানিয়েছেন বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।
তিনি জানিয়েছেন, অনলাইন পেশাজীবীদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধি, নলেজ ও স্কিল শেয়ারিং, স্কিল ডেভেলপমেন্ট, মেন্টরশিপ, ফ্রিল্যান্সার থেকে যারা উদ্যোক্তা হবে তাদের জন্য সাপোর্টসহ সকল অনলাইন প্রফেশনালদের গ্রোথ নিয়ে কাজ করবে এই ফোরাম। সবোর্পরি অনলাইন প্রফেশনালদের কাজের উন্নতির জন্য একটি ফোরামের যা যা করা লাগে সেটা করবে এই ফোরাম।
সূত্রমতে, এই সংগঠনের মাধ্যমেই সরকারিভাবে মুক্তপেশাজীবীদের ‘ভার্চুয়াল কার্ড’ বিতরণ শুরু করবে আইসিটি বিভাগ।