দেশের জনপ্রিয় জুতার ব্র্যান্ড লেদারেক্স এর শোরুম গুলোতে এখন থেকে বিকাশে পেমেন্ট করে পণ্য কিনতে পারবেন ক্রেতারা। সম্প্রতি এ লক্ষ্যে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এর সাথে লেদারেক্স ফ্যাশন অ্যান্ড ফুটওয়ার এর চুক্তি হয়।
বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং লেদারেক্স এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নাজমুল হাসান সম্প্রতি বিকাশের কার্যালয়ে চুক্তি বিনিময় করেন।
এই চুক্তির আওতায় লেদারেক্স এর সবগুলো আউটলেটে ক্রেতারা খুব সহজে কিউআর কোড স্ক্যান করে অথবা ইউএসএসডি চ্যানেল *২৪৭# ডায়াল করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
চুক্তি বিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশের কর্মাশিয়াল বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহবুব সোবহান, চ্যানেল ম্যানেজার আহসানুল কবীর, একাউন্ট ম্যানেজার ইয়াসির ইবনে ইউসুফ, লেদারেক্স এর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর ডেপুটি ম্যানেজার সাইদুর রহমান, এবং অ্যাসিসটেন্ট ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং আইরিন ফেরদৌস।
২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ লিমিটেড ব্যাংকিং সেবা ভিতরে ও বাইরে থাকা বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠিকে নানা ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে। বিকাশ- ব্র্যাক ব্যাংক, ইউএস ভিত্তিক মানি ইন মোশন, ওর্য়াল্ড ব্যাংক গ্রæপের অর্ন্তগত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল-এর যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।
লেদারেক্স ফ্যাশন অ্যান্ড ফুটওয়্যার, লেদারেক্স ফুটওয়্যার ইন্ডাস্ট্রি লি: এর একটি সিস্টার কনর্সান প্রতিষ্ঠান। ২০০০ সালের মার্চ মাসে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি এখন দেশের শীর্ষস্থানীয় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আর্ন্তজাতিক বাজারের ক্রেতাদের জুতার চাহিদাও মেটাচ্ছে প্রতিষ্ঠানটি। লেদারেক্স জার্মান, ইটালিয়ান, কোরিয়ান এবং জাপানি টেকনিক্যাল সুপারভিশন এ পরিচালিত হয়।