বিকাশ অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জে ৫ টাকা করে ক্যাশ ব্যাক দেওয়ার ঘোষণা দিয়েছে বিকাশ। এ জন্য প্রতিষ্ঠানটি গ্রাহকদের এসএমএস এবং ফোন কলের মাধ্যমে জানিয়েও দিচ্ছে। তবে অফারটি নির্দিষ্ট গ্রাহকদের জন্য বলে জানিয়েছেন বিকাশের এক কর্মকর্তা।
বিকাশ যে ক্যাশব্যাক দেওয়ার ঘোষণা দিয়েছে, সেটি পাওয়া যাবে রিচার্জের পরের কর্মদিবসে।
বিকাশের কর্তৃপক্ষ জানায়, অ্যাপ দিয়ে মোবাইল ফোনে রিচার্জ করলে গ্রাহকরা ৫ টাকা ক্যাশব্যাক পাবেন। তবে সেটি একবারই পাবেন।
অফার ক্যাম্পেইনটি শুরু হয়েছে সোমবার থেকে। যা ২২ জুলাই পর্যন্ত থাকবে।