হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার সমন্বিত জাতীয় মেধাতালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
কলেজ, স্কুল, স্কুল২ এর বিষয় ভিত্তিক মেধাতালিকা করা হয়। নিম্নে বিষয় ভিত্তিক কোন জন মেধা তালিকায় কোন বিষয়ে কত জন আছেন জেনে নিন:
প্রথমে কলেজ-মাদ্রাসা, ২য় ধাপে স্কুল-মাদ্রাসা, ৩য় ধাপে স্কুল ২ তুলে ধরা হল।
(A) College / Madrasah / BM
(B) School / Madrasah
(C) School-2 / Madrasah / Technical
(A) College / Madrasah / BM
.
1. Accounting- 21,251
2. Accounting – BM- 3,540
3. Agriculture- 3,349
4. Arabic (College)- 2,281
5. Arabic (Madrasa)- 8,061
6. Banking – BM- 1096
7. Bengali- 18,913
8. Botany- 10,363
9. Chemistry- 10,573
10. CLASSICAL MUSIC- 01
11. Computer Operation – BM- 869
12. Computer Science- 3,328
13. Economics-14,403
14. English- 27,517
15. Entrepreneur Development – BM- 876
16. Finance- 2,664
17. Geography & Environmental Science- 5,019
18. History- 5,832
19. Home Economics- 1,522
20. Islamic History & Culture- 10,047
21. Islamic Studies- 3,932
22. Library and Information Science- 203
23. Management- 18,471
24. Marketing- 2,723
25. Mathematics- 15,986
26. NAZRUL SANGEET- 01
27. Pali- 42
28. Philosophy- 5,993
29. Physics- 7,511
30. Political Science- 19,494
31. Psychology- 2,136
32. ROBINDRA SANGEET- 03
33. Sanskrit- 338
34. SECRETARIAL SCIENCE- 353
35. Social Welfare/Social Work- 8,099
36. Sociology- 10,697
37. Soil Science- 298
38. Statistics- 2,474
39. Zoology- 9,431
(B) School / Madrasah
1 Zoology 5,503
2 Sociology 21,895
3 Political Science 34,517
4 Physics 7,015
5 Social Welfare/Social Work 10,948
6 Physical Education & Sports 7,556
7 Mathematics 25,636
8 Islamic Studies 27,727
9 Islamic History & Culture 10,883
10 Home Education 1,818
11 History 8,082
12 Hinduism 5,262
13 Geography & Environmental Science 5,197
14 English 30,092
15 Economics 11,505
16 Computer Education 18,610
17 Christianity 78
18 Chemistry 9,908
19 Business Studies 44,483
20 Buddhism 71
21 Botany 5544
22 Bengali 20,602
23 Agriculture 21,032
(C) School-2 / Madrasah / Technical
1. Agro Based Food- 100
2. Architectural Drafting with CAD- 05
3. AUDIO VIDEO SYSTEM- 177
4. AUDIO-VIDEO SYSTEM/ GENERAL ELECTRONICS-14
5. Automotive- 62
6. Building Maintenance/Civil Construction- 824
7. Civil Drafting with CAD-17
8. Computer & Information Technology- 835
9. Dress Making- 547
10. DYEING PRINTING & FINISHING- 12
11. Farm Machinery- 35
12. Fish Culture & Breeding/Shrimp Culture & Breeding- 83
13. Flower, Fruit & Vegetable Cultivation- 58
14. Food Processing & Preservation- 111
15. FOUNDRY WORKS-03
16. GEN. MECHANICS/ MACHINE TOOLS OPER./ MACHINIST- 26
17. General Electrical Works/Electrical Maintenance Works- 902
18. General Electronics- 227
19. GENERAL MECHANICS- 05
20. General Mechanics- 263
21. GLASS- 01
22. Language (Bengali & English)- 4,274
23. Livestock Rearing and Farming- 10
24. Mechanical Drafting with CAD- 05
25. Patient Care Technique- 01
26. Poultry Rearing & Farming- 95
27. Quran & Tajbid/Fhikah & Arabic- 1,681
28. Quran & Tajbid/Fhikah & Arabic- 490
29. Refrigeration & Air-conditioning- 69
30. SPINNING- 01
31. TOOLS MECHINERIES- 8
32. Welding & Fabrication- 52
33. WOOD WORKING- 1
হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার সমন্বিত জাতীয় মেধাতালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে অনেক নিবন্ধনধারীর অভিযোগ, এই জাতীয় মেধাতালিকা ভুলে ভরা। কারো অভিযোগ, রোল দিলে ফলাফল আসছে ঠিকই কিন্তু নানা বিড়ম্বনা দেখা যাচ্ছে।
নিবন্ধনকারীরা মেধা তালিকার পরও কি হবে না হবে তা নিয়ে আশঙ্কায় আছেন। কর্তৃপক্ষও এ বিষয়ে কিছু জানায়নি। ভোগান্তিতে পড়াদের অভিযোগ, তাড়াহুড়া করায় এমন হয়েছে বলে মনে করছেন তারা। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
http://ngi.teletalk.com.bd/ntrca/app/ এই লিংকে মেধাতালিকা দেখতে পাবেন। প্রথমে লাল রং এর ট্যাব এ ক্লিক করে , স্কুল/কলেজ পর্যায় সিলেক্ট করে সার্চ অপশনে প্রার্থীর রোল নাম্বার দিলেই মেধাতালিকা দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, বর্তমানে এনটিআরসিএর নিবন্ধিত সারা দেশে প্রায় ছয় লাখ প্রার্থী চাকরির অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন সময়ে শিক্ষক নিবন্ধিত প্রার্থীরা নানাভাবে বঞ্চিত হয়ে এ পর্যন্ত ২৫০টি মামলা করেন। গত বছরের ১৪ ডিসেম্বর ১৬৬টি মামলার রায় দেন আদালত। আদালতে মামলাজনিত কারণে গত দুই বছর ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। ফলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) যোগ্য প্রার্থীদের নিয়োগে সুপারিশ করলেও তাদের নিয়োগ দেয়া যাচ্ছে না। সারা দেশে বেসরকারি স্কুল-কলেজে প্রায় ৪০ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষক সংকট দেখা দিয়েছে।
এনটিআরসিএ কর্তৃক গৃহীত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষাসমূহের ফলাফল
পরীক্ষা | কেন্দ্র সংখ্যা |
বিষয় | মোট আবেদনকারী |
মোট অংশগ্রহণকারী |
অংশগ্রহণের হার |
উত্তীর্ণ | উত্তীর্ণের হার |
সনদবিতরণকার্যালয় |
১ম পরীক্ষা নভেম্বর, ২০০৫ | ৬ | ২৩ | ৭৬,১৮৫ | ৫৯,০০০ | ৭৭.৫০% | ৩৩,৭৮৮ | ৫৭.২৭% | শিক্ষা বোর্ডের মাধ্যমে |
২য় পরীক্ষা সেপ্টেম্বর, ২০০৬ | ৬ | ১১২ | ১৩১,৭৫৯ | ৯৯,৮০৭ | ৭৫.৭৫% | ২২,৩৮১ | ২২.৪২% | এনটিআরসিএ কার্যালয়, ঢাকা |
৩য় পরীক্ষা সেপ্টেম্বর, ২০০৭ | ২৪ | ১১৯ | ১১৩,৯৭৫ | ৮৩,৮৯৯ | ৭৩.৬১% | ১৬,০২০ | ১৯.০৯% | জেলা শিক্ষা অফিস |
৪র্থ পরীক্ষা ডিসেম্বর, ২০০৮ | ২০ | ৭৮ | ১২৭,০৭৪ | ৯৬,০২৭ | ৭৫.৫৮% | ৩১,০৯৩ | ৩২.৩৮% | জেলা শিক্ষা অফিস |
৫ম পরীক্ষা ডিসেম্বর, ২০০৯ | ২০ | ৭১ | ১৪১,০৮২ | ১০২,৩৪৮ | ৭৬.৬০% | ৩৯,২২৫ | ৩৮.৩৩% | জেলা শিক্ষা অফিস |
বিশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ২০১০ | ৭ | ৪ | ৭,৭৬৪ | ৬,৯৩৬ | ৮৯.৩৪% | ১,৩৯৫ | ২০.১১% | এনটিআরসিএ কার্যালয়, ঢাকা |
৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ২০১০ | ২০ | ৭৮ | ২৮৩,৩১৪ | ২২০,৫১৭ | ৭৭.৮৩% | ৪২,৬৪১ | ১৯.৩৪% | জেলা শিক্ষা অফিস |
৭ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ২০১১ | ২০ | ৮০ | ৩২১,৩০১ | ২৫৯,১১৪ | ৮০.৬৪% | ৫৭,২০৩ | ২২.৪৪% | জেলা শিক্ষা অফিস |
৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ২০১২ | ২০ | ৮০ | ৩১৩,১৪৫ | ২৪৮,০০১ | ৭৯.২০% | ৫৬,০৪৬ | ২২.৫৯% | জেলা শিক্ষা অফিস |
৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ২০১৩ | ২০ | ৮০ | ৩১৪,৮৮৭ | ২৪২,৪৫১ | ৭৬.৯৯% | ৭৫,৮৯৮ | ৩১.৩০% | জেলা শিক্ষা অফিস |
১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ২০১৪ | ২০ | ৮০ | ৪৪১,৯৭৯ | ৩৫৬,৯৬২ | ৮০.৭৬% | ১১৩,২৯৭ | ৩১.৭৪% | জেলা শিক্ষা অফিস |
১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ২০১৪ | ২০ | ৮২ | ৪৪১,০৭৭ | ৩৫৭,৪৭২ | ৮১.০৪% | ৫১,৪০৫ | ১৪.৩৮% | জেলা শিক্ষা অফিস |
১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা,২০১৫ (প্রিলিমিনারি) | ২০ | ৪ | ৫৩২,৫২২ | ৪৮০,৬৭০ | ৯০.২৬% | ৭৫,৯৮৯ | ১৫.৮১% | প্রযোজ্য নয় |
১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৫ (লিখিত) | ৭ | ৮২ | ৬৯,৪৮৫ | ৬০,৮২৯ | ৮৭.৬১% | ৪৭,০৩৯ | ৭৭.৩৩% | জেলা শিক্ষা অফিস |
১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬ (প্রিলিমিনারি) | ২০ | ৮২ | ৬০২,০৩৩ | ৫২৭,৭৫৭ | ৮৭.৬৬% | ১৪৭,২৬২ | ২৭.৯০% | প্রযোজ্য নয় |
১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬ (লিখিত) | ৮ | ৭৭ | ১৪৭,২৬২ | ১২৭,৬৬৪ | ৮৬.৬৯% | ১৮,৯৭৩ | ১৪.৮৩% | প্রযোজ্য নয় |
১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬ (মৌখিক) | – | ৭৭ | ১৮,৯৭৩ | ১৮,০০৯ | ৯৪.৯২% | ১৭,২৫৪ | ৯৫.৮১% | জেলা শিক্ষা অফিস |
১–১৩ তম পরীক্ষায় মোট উত্তীর্ণ প্রার্থীদের সংখ্যা | ৬০৪,৬৮৫ |
৩ comments
[…] এখন থেকে জাতীয়করণ হতে যাওয়া বেসরকারি কলেজের শিক্ষকেরা শিক্ষা ক্যাডারভুক্ত হতে […]
[…] বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। সোমবার (১৬ জুলাই) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। […]
Excellent Decision