২০ বছরে পদার্পণ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে বেসিস। এ উপলক্ষ্যে গতকাল সোমবার রাজধানীর কাওরান বাজারে বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বেসিসের ২০ বছর উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম, বেসিসের প্রতিষ্ঠাকালীন সভাপতি এ তৌহিদ, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং বেসিস ইয়ুথ ফেস্টের আহ্বায়ক দেলোয়ার হোসেন ফারুক।
এতে উপস্থিত ছিলেন বেসিসের ২০ বছর উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম, বেসিসের প্রতিষ্ঠাকালীন সভাপতি এ তৌহিদ, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান ও বেসিস ইয়ুথ ফেস্টের আহ্বায়ক দেলোয়ার হোসেন ফারুক।
হাবিবুল্লাহ এন করিম অনুষ্ঠানে ২০ বছর পূর্তি উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘বেসিসের ২০ বছরের দৃপ্ত পথচলার গল্প, অর্জন, তথ্যপ্রযুক্তি খাতে বেসিসের অবদান, আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে চলমান মেলবন্ধনের অগ্রযাত্রা এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নির্ধারিত ভবিষ্যত করণীয় আমরা এ অনুষ্ঠানমালার মাধ্যমে তুলে ধরব।’
বেসিস সভাপতি বলেন, বেসিস সদস্য প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অংশীজন হিসেবে বেসিসের সব সহযোগী সরকারি, বেসরকারি ও দেশি-বিদেশি সংগঠন ২০ বছর পূর্তি উৎসবে অংশ নেবে। পাশাপাশি থাকবে বেসিস স্টুডেন্টস ফোরাম ও উইমেনস ফোরামের উদ্যোগে অনুষ্ঠিতব্য বিভিন্ন আয়োজন।
আয়োজনে থাকবে ই-কমার্স সপ্তাহ- সব স্তরের গ্রাহকদের জন্য থাকবে বিভিন্ন ধরনের ছাড়। থাকছে স্টুডেন্টস ফোরামের উদ্যোগে অনুষ্ঠিতব্য ইয়ুথ ফেস্ট, উইমেন ফোরামের উদ্যোগে সেলিব্রেটিং উইমেন অ্যাট ওয়ার্ক, বেসিস সদস্যদের জন্যে সেবা সপ্তাহ, বেসিস সদস্যদের জন্যে নতুন সেবার উদ্বোধন, ২০ বছরে তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রা নিয়ে সেমিনার, দেশি-বিদেশি সহযোগীদের নিয়ে নেটওয়ার্কিং অনুষ্ঠান, ২০ বছরের বেসিসের অগ্রযাত্রা নিয়ে হিস্টোরি বুক উন্মোচন এবং সবশেষে সব অংশীজনকে নিয়ে গালা ডিনার।
প্রসঙ্গত, বেসিসের ২০ বছর পূর্তি উৎসব শুরু হতে যাচ্ছে স্টুডেন্টস ফোরামের উদ্যোগে আগামী ৬ অক্টোবর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে দিনব্যাপী অনুষ্ঠিতব্য ইয়ুথ ফেস্টের মধ্য দিয়ে।
ইয়ুথ ফেস্টের আহ্বায়ক দেলোয়ার হোসেন ফারুক বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন’র দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পর সহযোগিতায় বেসিস স্টুডেন্টস ফোরামের উদ্যোগে ইয়ুথ ফেস্টের আয়োজন করা হয়েছে।
ইয়ুথ ফেস্টে যেকোনও শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়) এর শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে অংশ নিতে পারবে। অনুষ্ঠানে অবশ্যই দুপুর ২টার মধ্যে প্রবেশ করতে হবে।