কানাডায় তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসা স¤প্রসারণের লক্ষ্যেএবং কানাডীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বেসিসএবং কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রি (ক্যানচ্যাম বাংলাদেশ)-এর মধ্যে আজ দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি সই হয়েছে।
অনুষ্ঠানে নিজ নিজ বাণিজ্য সংগঠনের পক্ষে চুক্তি সই করেন বেসিস সভাপতিজনাবসৈয়দ আলমাস কবীর এবং ক্যানচ্যাম বাংলাদেশ সভাপতিজনাব মাসুদুর রহমান।চুক্তি সই অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনারমান্যবরজনাব বেনোয়া প্রেফান্তে।
বেসিস এর পক্ষে উপস্থিত ছিলেনজনাব জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (অর্থ)জনাব মুশফিকুর রহমান।
চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বলেন, কানাডায় বাংলাদেশের রপ্তানি গত ৫ বছরে ৩৭% বৃদ্ধি পেয়েছে। আশা করছি ২০২১ সালের মধ্যে কানাডা থেকে বাংলাদেশের রপ্তানি আয় ৩ বিলিয়ন ডলারে দাঁড়াবে। রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত। আশা করি, ক্যানচ্যাম বাংলাদেশ-এর সাথে এ চুক্তি কানাডায় তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসা সম্প্রসারণে সাহায্য করবে। তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিস-এর সাথে দ্বিপাক্ষিক চুক্তি করে পেরে আমরা আনন্দিত।
চুক্তির পর বেসিস সভাপতি বলেন, ২০২৪ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি আয় ৫ বিলিয়ন মার্কিন ডলারের উন্নীত করারলক্ষ্যে সরকারের সাথে একাত্ম হয়ে কাজ করছে বেসিস। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের রপ্তানি আয়ের ৬০ ভাগ আসে কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে। আমরা কানাডার সাথে বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করতে চাই। সে লক্ষ্যেই ক্যানচ্যাম বাংলাদেশ-এরসাথে একযোগে কাজ করবে বেসিস।
আগামী সেপ্টেম্বর ২০১৯ একানাডার টরেন্টোতে অনুষ্ঠেয়১৩তম টরেন্টো গ্লোবাল ফোরাম এবং বাংলাদেশ-কানাডা বিজনেস ফোরাম-২০১৯ এ অংশ নেবে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদল। এরই মধ্য দিয়ে ক্যানচ্যাম বাংলাদেশ-এর সাথে আমাদের দ্বিপাক্ষিক কার্যক্রম শুরু হবে।
ক্যানচ্যাম বাংলাদেশ-এরসভাপতি বলেন, কানাডার অনেক বিনিয়োগকারি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগে আগ্রহী। পাশাপাশি, কানাডায় তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক বিভিন্ন উদ্যোগও গ্রহণ করা হয়েছে। টেকনোলজি অ্যাসোসিয়েশন অব কানাডা(আইটিএসি), ক্যানচ্যাম বাংলাদেশ, বেসিস যৌথভাবে কাজ করবে। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে একসাথে কাজ করবো আমরা।
সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসিস এবং ক্যানচ্যাম বাংলাদেশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।