এবারের বেসিস নির্বাচনে আলোচনায় এসেছে টিম দুর্জয়। প্রথমে বিজয় নাম দিয়ে শুরু করলেও দুর্দান্তভাবে এগিয়ে চলার প্রত্যয়ে টিম দুর্জয় হয়ে গেছে। এ দলে সম্ভাবনাময় অনেক প্রার্থী আছেন। নতুন ও পুরোনোদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ একটি টিম। ভোটারদের জন্য আশার বাণী শোনাচ্ছেন টিমের সদস্যরা।
নাম প্রকাশ না করে এ সদস্য জানালেন, এবারের নির্বাচনে ভোটারদের মন জয় করতে চান তারা। কাজ দিয়ে সবার পাশে থাকতে চান।
এ প্যানেল সম্পর্কে কয়েকজন ভোটার ইতিবাচক মন্তব্য করেছেন। একজন বললেন, দুর্জয় টিম। এগিয়ে যাবে। ‘টিম দুর্জয়’ ঘোষাণা করেছেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম। প্যানেলে রয়েছেন এটম এপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম, এলিয়ন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিন উল্লাহ, সলিউশন নাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সহিবুর রহমান খান রানা, স্টার হোস্টের চেয়ারম্যান কাজী জাহিদুল আলম, স্পিন্ট অব স্টুডির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম আসাদুজ্জামান, চালডালের প্রধান পরিচালনা কর্মকর্তা জিয়া আশরাফ, রেইজ আইটি সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক এ কে এ এম রাশেদুল মজিদ এবং জামান আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা জামান খান।
দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির ২০১৮-২০ নির্বাচন হবে ৩১ মার্চ।
এবারের নির্বাচনে অন্য দুটি প্যানেল হচ্ছে দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার নেতৃত্বে উইন্ড অব চেঞ্জ ও সৈয়দ আলমাস কবিরের নেতৃত্বাধীন ‘টিম হরাইজন’।
বেসিস নির্বাচনে আলোচিত টিম দুর্জয়
previous post