ভ্রমণপিপাসু ও পযর্টকদের জন্য ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং ও বিমান টিকেট সেবা দিচ্ছে টিকেটশালা ডটকম। (www.ticketshala.com)। এর সাহায্যে ঘরে বসেই নিজের সাধ্য এবং স্বাচ্ছন্দ্য মতে বেছে নিতে পারেন আপনার গন্তব্য।দেশ ও দেশের বাইরে প্রায় ৫০০ হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে টিকেটশালার। সকল ধরনের ভ্রমণপিপাসু মানুষের জন্য হয়ে উঠছে একটি নির্ভরতার জায়গা। হোটেল ছাড়াও দেশের মধ্যে কক্সবাজার, সেন্টমার্টিন, কুয়াকাটা, সিলেট, সুন্দরবন, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়িসহ বাংলাদেশের দর্শনীয় যেকোনো স্থানে এবং দেশের বাইরে নেপাল, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ইত্যাদি দেশে নিয়মিত ট্যুর পরিচালনা করে থাকে টিকেটশালা।
টিকেটশালার প্রধান নির্বাহী কর্মকর্তা কিশোয়ার পারভেজ বলেন, বাঙালিরা ভ্রমণ করতে ভালোবাসেন।কিন্তু ভ্রমণ করতে তাদের নানা সমস্যায় পড়তে হয়। অনলাইন ভ্রমণবিষয়ক এ সেবার মাধ্যমে দেশের পর্যটকদের দেশে এবং দেশের বাইরে স্বাচ্ছন্দ্য ও আনন্দময় ভ্রমণ অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য। প্রতিটি ট্যুর অথবা ট্র্যাভেলের ক্ষেত্রে টিকেটশালা.কম দুটো ব্যাপারে সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ- সুলভ মূল্যে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করা। অনলাইনে ট্যুর প্যাকেজ এবং টিকেট ক্রয়ে গ্রাহকদের বিপুল আগ্রহে টিকেটশালা.কম অনুপ্রাণিত। শুধু নির্দিষ্ট বুকিং বা টিকিট কাটার মধ্যেই সীমাবদ্ধ নয় টিকেটশালা। ভ্রমণে গেলে যেকোনো প্রকার তথ্য যেমন কোথায় ঘুরবেন, কোথায় খাবেন ইত্যাদি সহযোগিতা করে। ওয়েবসাইট ছাড়াও থাকছে ২৪ ঘণ্টা কল সেন্টার ও লাইভ চ্যাট সুবিধা।