কম্পিউটার চালাতে মাউস ব্যবহার করা হয়। কিন্তু মাউসটি যদি হয় আস্ত কম্পিউটার? সম্প্রতি এ রকম এক যন্ত্র তৈরি হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘দ্য কম্পিউটার মাউস’। মাউসের সামনেই রয়েছে একটি ছোট ডিসপ্লে আর পাশে রয়েছে একটি কি-বোর্ড। প্রয়োজনে এই কি-বোর্ড ঠেলে মাউসের মধ্যে ঢুকিয়ে ফেলা যায়। এ কম্পিউটার তৈরিতে ব্যবহার করা হয়েছে রাস্পবেরি পাই কম্পিউটার বোর্ড।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ইউটিউবে ইলেকট্রনিক গ্রেনেড নামের একটি চ্যানেলে ওই মাউস কম্পিউটার নিয়ে ভিডিও প্রকাশ করেছেন এর নির্মাতা। এ কম্পিউটারের ভেতর রাস্পবেরি পাই জিরো বোর্ড, এক গিগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। মাউসটিও তৈরি করা হয়েছে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে। এতে অবশ্য সাধারণ মাউসের চেয়ে আকারে একটু বড় হয়েছে। এ মাউসের সামনে রয়েছে দেড় ইঞ্চি মাপের ওএলইডি ডিসপ্লে। মাউসের নিচে বাঁ পাশে রয়েছে স্লাইডিং কি–বোর্ড।
ওই ভিডিওতে মাউস কম্পিউটার ব্যবহার করে মাইনক্রাফট গেম খেলে দেখিয়েছেন এর নির্মাতা। এ কম্পিউটার চালুর পর তা বুট হতে ৪০ সেকেন্ড লেগেছে। এ ছাড়া কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন ধরনের টাইপিংয়ের কাজ করতে দেখা গেছে ভিডিওটিতে।