টেকনোলজি খাতের নারী উদ্যোক্তাদের পণ্য ও সেবা প্রদর্শনীর লক্ষ্যে উইমেন টেক এক্সপোর আয়োজন করা হয়েছে। নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ ওম্যান ইন আইটির (বিডব্লিউআইটি) যৌথভাবে এই প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নিয়েছে। আগামী ৩ মার্চ থেকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট ভবনের মাল্টিপারপাস হলে এই এক্সপো অনুষ্ঠিত হবে। এক্সপোতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোট ৩৫জন নারী উদ্যোক্তা তাদের পণ্য ও সেবা তুলে ধরবেন। বাংলাদেশ ওম্যান ইন আইটির (বিডব্লিউআইটি) সভানেত্রী দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারপারসন লুনা শামসুদ্দোহা জানান, এ এক্সপো নারী উদ্যোক্তাদের পাশাপাশি আগামীতে যারা উদ্যোক্তা হতে চান তাদেরকেও সহায়তা করবে। এক্সপোতে তিনটি মুক্ত সেমিনারও অনুষ্ঠিত হবে। মেলাতে ব্যাংক ও উদ্যোক্তাদের সহায়তাদানকারী প্রতিষ্ঠানগুলোর স্টল থাকবে বলেও জানা গেছে।