ওয়ালটন ডে উপলক্ষ্যে শনিবার (২০ মার্চ) রাজধানীর মিরপুরে হাতি, ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে মাজার রোড প্লাজা। র্যালিতে অংশ নেন ৫ শতাধিক মানুষ।
সকাল ১১ টায় মিরপুর ওয়ালটন কমপ্লেক্সে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় ওয়ালটন ডে উদযাপন। এরপর প্লাজার সামনে বেলুন উড়িয়ে র্যালি বের হয়। তিনটি হাতি, রঙিন ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে বর্ণাঢ্য র্যালিটি গাবতলী ও মিরপুর ১ এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাজার রোডে শহীদ বুদ্ধিজীবী সৃত্মিসৌধের সামনে গিয়ে শেষ হয়।
ওয়ালটন ডে উদযাপন উপলক্ষ্যে মাজার রোড ওয়ালটন প্লাজা’র ম্যানেজার সাইফুল ইসলাম র্যালির আয়োজন করেন। সেসময় উপস্থিত ছিলেন প্লাজা সেলস ডেভলমেন্ট-১ এর হেড অব ক্রেডিট আল-আমিন সরকার, প্লাজা মিরপুর জোনের এরিয়া ম্যানেজার অতনু রায়, ক্রেডিট মনিটরিং তাপস রঞ্জন বিশ্বাস, মিরপুর ওয়ালটন কমপ্লেক্সের হেড অব এ্যাডমিন আলী আরিফ খান ও ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম মিরপুর শাখার ইনচার্জ দাহিয়ূল ইসলাম প্রমূখ।
প্লাাজার সামনে স্থাপন করা হয় একটি সুদৃশ্য সেলফি কর্ণার। যেখানে স্থানীয় বাসিন্দাদের অনেকেই ছবি তোলেন।
উল্লেখ্য, ২০ মার্চ, শনিবার সারা দেশে উদযাপিত হয়েছে ওয়ালটন ডে। প্রায় দুই যুগ আগে এই দিনে বাংলাদেশি টেক-জায়ান্ট ওয়ালটনের পথচলা শুরু। কোটি কোটি মানুষের অকৃত্রিম ভালোবাসায় আজ বাংলাদেশসহ বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড ওয়ালটন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দিনটিকে নানা আয়োজনে উদযাপন করেছে ওয়ালটন পরিবার।