মোবাইল ফোন কিনতে চাচ্ছেন? কিন্তু টাকা নেই বলে পারছেন না? যদি লোন পান, কেমন হয়? অর্থাভাবে যারা স্মার্টফোন কিনতে পারছেন না তাদের জন্য ঋণ সুবিধা নিয়ে এলো চীনের শাওমি। ফোন কেনার জন্য মাত্র ১০ মিনিটেই ঋণের ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি।
গ্রাহকদের ফোন কেনার টাকার বন্দোবস্ত করতে নতুন একটি অনলাইন পরিষেবা চালু করেছে শাওমি। নাম ‘মি ক্রেডিট’।
এই পরিষেবার মাধ্যমে শাওমির গ্রাহকরা ১০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ পেতে পারেন।
চলতি বছরে এই নিয়ে মোট তিনটি ভ্যালু অ্যাডেড পরিষেবা (মি ক্রেডিট, মি মিউজিক এবং মি ভিডিও) চালু করল সংস্থা।
এই পরিষেবাটি দেওয়ার জন্য শাওমি ‘ক্রেডিট বি’ নামে একটি সংস্থার সঙ্গে হাত হাত মিলিয়েছে। ঋণ দেওয়ার গোটা ব্যপারটাই হবে এই ‘ক্রেডিট বি’র প্ল্যাটফর্মে।
৩ comments
Your Comment আমার একটা ফোন দরকার কিভাবে কিনা যাবে
কিভাবে লোন নিয়ে ফোন কিনবো….বিস্তারিত জানান
আমি লোন নিয়ে ফোন কিনবো। আমি কি ভাবে লোন পাবো