এখন সবাই মোবাইল ফোন ব্যবহার করছেন। মোবাইল ফোনের কিছু কোড আছে যা প্রতিদিনের নানা কাজে লাগে। এসব কোড সংরক্ষণ করে রাখলে আপনাদের নানা কাজে লাগবে। এর মধ্যে রয়েছে কিছু দরকারি কোড আবার কিছু গোপন কোড। অনলাইন ঘেঁটে সব দরকারি কোড একত্রে দেওয়া হল।
ভুলে যাওয়া মোবাইল নাম্বার
গ্রামীণফোনঃ *2#
রবিঃ *140*2*4#
বাংলালিঙ্কঃ *511#
টেলিটকঃ *551#
এয়ারটেলঃ *121*7*3#
ইমারজেন্সী ব্যালেন্স কোড
গ্রামীণফোনঃ *1010*1#
রবিঃ *8811*1#
বাংলালিঙ্কঃ *874#
টেলিটকঃ *1122#
লেনদেনে বিকাশ ও ইউক্যাশ কোড
বিকাশ *২৪৭#
ইউক্যাশ *২৬৮#
*3370# আপনার ফোনের কমিউনিকেশন খুব খারাপ? তাহলে এই কোডটি আপনাকে সাহায্য করবে। এই কোড ফোনের ইএফআর কোডিং ব্যবস্থা সক্রিয় করে দেয়। ফোনের কমিউনিকেশন ক্ষমতা বাড়ে। আইফোনের ক্ষেত্রে প্রযোজ্য।
#31# আইফোনের গ্রাহকেরা এই কোড দিলে সমস্ত আউটগোয়িং কল গোপন থাকবে। আপনি যাকে ফোন করবেন সেই ব্যক্তি আপনার নম্বর দেখতে পাবেন না। অ্যান্ড্রয়েড গ্রাহকের কোড হল #31# এবং ফোন নম্বর”।
33*# এই কোড দিলে আপনার ফোন থেকে সমস্ত আউটগোয়িং কল ব্লক হয়ে যাবে। অর্থাৎ শুধু ফোন আসবে। কোনো ফোন আপনি করতে পারবেন না। পুনরায় তা চালু করতে পারেন #33*pin# দিয়ে। এটি আইফোনের ক্ষেত্রেও প্রযোজ্য।
*#*#7780#*#* অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে প্রযোজ্য। এই কোড ফোনকে ফ্যাক্টরি সেটিংয়ে ফিরিয়ে নিয়ে যাবে। অর্থাৎ কেনার সময় যে সেটিং ছিল, সেটা হয়ে যাবে।
*#06# অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য কোড। এই কোডের প্রয়োগে মোবাইলের আইএমইআই তথ্য জানা যাবে।
*#*#4636#*#* এই কোডের প্রয়োগ করলে মোবাইলের ওয়াই-ফাই সিগন্যাল, ব্যাটারি তথ্য জানতে পারবেন অ্যান্ড্রয়েড গ্রাহকরা।
*#*#7780#*#* অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে প্রযোজ্য। এই কোড ফোনকে ফ্যাক্টরি সেটিংয়ে ফিরিয়ে নিয়ে যাবে। অর্থাৎ কেনার সময় যে সেটিং ছিল, সেটা হয়ে যাবে।
ইন্টারনেট ব্যালেন্স কোড
গ্রামীণফোনঃ *566*10#, *566*13# , *567#
রবিঃ *8444*88#, *222*81#
বাংলালিঙ্কঃ*124*5#, *222*3#
টেলিটকঃ *152#
এয়ারটেলঃ *778*39#, *778*4#
মোবাইল ব্যালেন্স কোড
গ্রামীণফোনঃ *566#
রবিঃ *222#
বাংলালিঙ্কঃ *124#
টেলিটকঃ *152#
এয়ারটেলঃ *778#
প্যাকেজ চেক কোডঃ
গ্রামীণফোনঃ *111*7*2#
রবিঃ *140*14#
বাংলালিঙ্কঃ *125#
টেলিটকঃ unknown
এয়ারটেলঃ *121*8#
আউটসাইড নলেজ
চেক অফার কোডঃ
গ্রামীণফোনঃ *444*1*2#
রবিঃ *999#
বাংলালিঙ্কঃ *7323#
টেলিটকঃ unknown
এয়ারটেলঃ *222*1#
কাস্টমার কেয়ার নাম্বার
গ্রামীণফোনঃ 121, 01711594594
রবিঃ 123, 88 01819 400400
বাংলালিঙ্কঃ 111
টেলিটকঃ 121, 01500121121-9
এয়ারটেলঃ 786, 016 78600786
ইমারজেন্সী ব্যালেন্স কোডঃ
এয়ারটেলঃ *141#
ইন্টারনেট ব্যালেন্স কোডঃ
এয়ারটেলঃ *8444*88# (same as robi)
আপনার দরকারি আর কোনো কোড জানা থাকলে বা কোনো আপডেট থাকলে কমেন্টে জানান। এ কোডগুলো আপনার এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন। দরকারি কোডগুলো প্রয়োজনে সবার কাজে লাগবে।
১ comment
সুন্দর পোস্ট। আমি পুরোটা দেখলাম। কোডগুলো আসলেই অনেক দরকারি। ধন্যবাদ।