অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ সুবিধাসহ পছন্দসই উপহার সুবিধা আনল ডিজিটাল উপহার পাঠানোর প্ল্যাটফর্ম এক্সট্রা। কর্পোরেট এবং ব্যক্তিগত ব্যবহারকারীদের চাহিদা অনুসারে নতুন ফিচার আনা হয়েছে। এখন এক্সট্রা ব্যবহারকারীরা নিজের জন্য মোবাইল রিচার্জ পাঠাতে পারবেন কিংবা মোবাইল রিচার্জ গিফট করতে পারবেন ।
এক্সট্রার নতুন ফিচারে যিনি উপহার পাঠাবেন তিনি যে কোনও অংকের উপহার পাঠাতে পারেন এবং উপহার গ্রহণকারী তাদের পছন্দসই দোকানে গিয়েগিফটটি নিতে পারবেন। দেশে এটি একমাত্র এক্সট্রা অ্যাপ দিয়েই সম্ভব।
এক্সট্রা এর প্রতিষ্ঠাতা মঞ্জুরুল আলম মামুন জানিয়েছেন, এক্সট্রা এখন উপহার গ্রহণকারীকে দোকান বেছে নেয়ার সুযোগ দেবে। অ্যাপের নতুন সংস্করণটির সাথে আরও কয়েকটি ফিচার প্রকাশিত হয়েছ, যেমন ওয়েব এ্যাপ্লিশেন ছাড়াও মোবাইল অ্যাপ থেকে কর্পোরেট উপহার পাঠানো, আরও ভাল অনুসন্ধানের উপায়ইত্যাদি। এছাড়া অ্যাপের ডিজাইন আরো সহজবোধ্য করা হয়েছে যাতে ব্যবহারকারীরা আরো সহজে গিফট পাঠানো বা অন্যান্য ফিচারগুলো ব্যবহার করতে পারেন। অ্যাপটি ডাউনলোড করা যাবে এইখানে https://bit.ly/2KlgRgs