মোবাইল ফোন অপারেটর রবির গ্রাহকদের জন্য ডেটা বান্ডেল অফার ঘোষণা করেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। বাজারে আসা হুয়াওয়ের নতুন স্মার্টফোন ওয়াই সেভেন প্রো (২০১৯) কিনলে ১৫ দিন মেয়াদের ৪ জিবি ইন্টারনেট প্যাকেজ পাওয়া যাবে। সোমবার (১১ ফেব্রæয়ারি) রাজধানীর গুলশানে রবি’র প্রধান কার্যায়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা আসে।
অনুষ্ঠানের রবির ডেটা ও ডিভাইসের ভাইস প্রেসিডেন্ট অভিনাষ মথুর ও হুয়াওয়ের চ্যানেল ডিরেক্টর শ্যানন উপস্থিত ছিলেন।
ডিউড্রপ ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি, অল্প আলোতে ফ্রন্ট ফ্লাশ, ভোল্টি সুবিধা ও এআই ক্যামেরাসহ দারুণ সব ফিচার নিয়ে মাঝারি বাজেটের হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ রোববার (১০ ফেব্রæয়ারি) দেশের বাজারে আসে। আভিজাত্যের সম্বš^য়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ এর ডিজাইন দৃষ্টি আকর্ষক ও নান্দনিক। স্মার্টফোনটিতে রাখা হয়েছে ভোল্টি সুবিধা। ফলে গ্রাহকরা মোবাইলে কথা বলার সর্বাধুনিক প্রযুক্তি ভয়েস ওভার এলটিই বা ভোলটিই সুবিধা উপভোগ করতে পারবেন।
হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রæপ:
বিশে^র প্রায় ১৭০টির বেশি দেশে ও স্থানে হুয়াওয়ে সৃষ্টিশীল আইটি পণ্য, সেবা ও সল্যুশনস ব্যবহার হয় যা বিশে^র মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মানুষকে সেবা দিচ্ছে। যুক্তরাষ্ট্র, জার্মানি সুইডেন, রাশিয়া, ভারত ও চীনে হুয়াওয়ের মোট ১৪টি গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) সেন্টার রয়েছে। হুয়াওয়ের তিনটি বিজনেস ইউনিটের মধ্যে হুয়াওয়ে কনজ্যুমার বিজি যারা কাজ করে স্মার্টফোন, পিসি, ট্যাবলেট, পরিধানযোগ্য ডিভাইস এবং ক্লাউড সেবা নিয়ে। বিশ^ব্যাপি টেলিকম খাতে ৩০ বছরের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত হুয়াওয়ের নেটওয়ার্ক এবং একইসঙ্গে গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার ব্যাপারে প্রতিষ্ঠানটি দৃঢ়-প্রতিজ্ঞ।
রবির গ্রাহকদের জন্য হুয়াওয়ের অফার
previous post