দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি এবং মিলভিক যৌথভাবে ‘মাই হেলথ’ নামে একটি হেলথকেয়ার অফার নিয়ে এসেছে। বাংলাদেশে বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চালু করা এই অফারটির উদ্বোধন উপলক্ষ্যে আগামী ১২ মে, ২০১৮ তারিখ, শনিবার রাজধানীর মিরপুরে অবস্থিত ময়ূরী কমিউনিটি সেন্টারে হেলথকেয়ার বিষয়ক একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মিরপুরবাসী মোট ১০টি হেলথকেয়ার বুথে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে পরামর্শ করার সুযোগ পাবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রবি আজিয়াটা লিমিটেড-এর হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মো. আদিল হুসেন নোবেল, বিজনেস অপারেশন্স-এর ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম এবং রবি ও মিলভিক বাংলাদেশ-এর অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা।
হেলথকেয়ার সচেতনতা ক্যাম্প করার পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মোবাইলের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য রবি’র অনন্য প্যাকেজ ‘মাই হেলথ ফ্যামিলি প্যাক’টিতে সাবস্ক্রাইব করার সুবিধাসমূহ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হবে।
রবি সম্পর্কে
রবি আজিয়াটা লিমিটেড (রবি) মালয়েশিয়া ভিত্তিক যা আজিয়াটা গ্রুপ বারহাড, এশিয়ান টেলিকম জায়ান্ট-এর একটি সাবসিডিয়ারি কোম্পানি। রবি বর্তমানে বাংলাদেশের ২য় বৃহত্তম মোবাইল ফোন সেবাদাতা কোম্পানি। রবি ইতোমধ্যে বাংলাদেশের জন্য বেশকিছু নতুন ডিজিটাল সেবা নিয়ে এসেছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল সেবা পৌঁছে দিতে প্রচুর বিনিয়োগ করেছে। এর অন্যান্য শেয়ারহোল্ডার হলো ভারতী এয়ারটেল ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) এবং এনটিটি ডোকোমো ইনকরপোরেটেড।
মিলভিক বাংলাদেশ সম্পর্কে
মিলভিক একটি কারিগরি সেবাদাতা প্রতিষ্ঠান এবং এটি ক্রমবর্দ্ধমান বাজারগুলোর সুবিধাবঞ্চিত গ্রাহকদের সাশ্রয়ী মোবাইল স্বাস্থ্য ও ইনস্যুরেন্স সেবা প্রদান করতে মোবাইল প্রযুক্তি ব্যবহার করে। এটি তাদের জন্য কাজ করে যারা প্রথাগত চ্যানেলসমূহের মাধ্যমে এসব গুরুত্বপূর্ণ পণ্যসমূহের সুবিধা পায় না।
প্রযুক্তিবান্ধব দৃষ্টিভঙ্গি ও নিবেদিত টীমই মিলভিকের মূল চালিকাশক্তি। আর এর মাধ্যমেই মিলভিক আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার ১৫টি দেশে ২৬ মিলিয়ন গ্রাহকের কাছে তার সেবা পৌঁছে দিয়েছে।
মিলভিক বাংলাদেশে ২০১২ সাল থেকে রবি, ইস্যুরেন্স কোম্পানি এবং অন্যান্য শীর্ষ সংগঠনগুলোর সাথে যুক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করছে।