এক অ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে সব সমাধান। এমন ধারণা থেকেই সম্প্রতি যাত্রা শুরু করেছে মোবাইল রিচার্জ ভিত্তিক অ্যাপ ‘টপআপ’।
অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা টপআপ অ্যাপের মাধ্যমে রিচার্জ করলেই পাবেন সর্বোচ্চ ১০% ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাক অফার। টপআপ অ্যাপের চিফ টেকনোলজি অফিসার দিন ইসলাম জানান , ‘গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে আমরা এমন একটি অ্যাপ তৈরি করেছি যেখানে আমাদের অ্যাপের মাধ্যমে রিচার্জ করার সাথে সাথে একজন গ্রাহক তাৎক্ষণিক ক্যাশ ব্যাক অফার পাবেন। আর এই ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাক অফারের কারণে অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের এই অ্যাপটি’।
ব্যবহারকারীদের প্রত্যাশার কথা মাথায় রেখে মোবাইল রিচার্জের পাশাপাশি শীঘ্রই টপআপ অ্যাপে যুক্ত হতে যাচ্ছে বাস, ট্রেন এবং সিনেমার টিকিট কাটার পদ্ধতি ও বিভিন্ন বিল প্রদান সেবা।
বর্তমানে গুগল প্লে-স্টোরে ব্যবহারকারীরা এই অ্যাপটি এক লাখেরও বেশি বার ডাউনলোড করেছেন। দিন ইসলাম বলেন যে কোন ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে এই সেবাটি গ্রাহকরা পেতে পারেন তবে খুব শীঘ্রই মোবাইল পেমেন্ট দিয়েও সেবা গ্রহণ করা যাবে।
অ্যাপসটি সংস্করণ গুগল প্লে স্টোরে ও এপ্যল স্টোরে পাওয়া যাবে।
১ comment
বিকাশ/মাস্টারকার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে । এবং রিচার্জের ক্ষেত্রে ফি কত টাকা চার্জ কাটা এ সম্পর্কিত বিস্তারতি জানতে পারলে ভালো হত।ঘরে বসে অনলাইনে আয়ের বিভিন্ন উপায় মাধ্যমগুলো সম্পর্কিত একটি বিস্তারিত আপডেট দিলে ভালো হতো। আমি অনলাইনে ইনকামের জন্য পোষ্টগুলো বেশি পছন্দ করি। আর এই https://www.newselab.com/1867 সাইটের মাধ্যমে বেশ কিছু ধারণা পেয়ে আপনাদের সাইটের একটি লিংক পেয়ে ভিজিট করলাম কিন্তু এই সংক্রান্ত পোষ্ট প্রয়োজন।