সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যগত নিরাপত্তা না মানার কারণে রিয়েলমির বসুন্ধরা শোরুম টি বন্ধ করে দিয়েছে মার্কেট কর্তৃপক্ষ । করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলেছে বসুন্ধরা সিটি। ফলে কিছু বিশেষ মোবাইল সেট কেনার জন্য তীর্থের কাকের মত অপেক্ষায় থাকা বহু মানুষ ভিড় করেন বসুন্ধরা সিটির যে ফ্লোরে মোবাইল সেট ও এই জাতীয় প্রযুক্তিপণ্য কেনাবেচা হয় সেই ফ্লোরে।
বসুন্ধরা মার্কেট রিয়েলমি শোরুমে কোভিড-১৯ থেকে নিরাপদে থাকতে মেনে চলা সকল বিধিনিষেধ, সামাজিক দূরত্ব উপেক্ষা করে অনেক মানুষ ভিড় করে ফলে করোনাকালীন স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত ইত্যাদি ভয়াবহ হুমকির মুখে পড়ে যায়।
এ বিষয়ে বসুন্ধরা মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে, মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে দুই মাস ১৬ দিন বন্ধ থাকার পর আজ থেকে শপিং মল খোলা হয়েছে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদফতরের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে শপিংমল খোলা হয়েছে। রিয়েলমির শোরুমটি স্বাস্থ্য অধিদফতরের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করার কারনে আমারা শোরুম টি বন্ধ করে দিয়েছে ।