শাওমি রেডমি নোট ফাইভ-এ এবং রেডমি ফোর-এ কিনে প্রতিদিন জেতার সুযোগ থাকবে লাখ টাকা ক্যাশব্যাক। নতুন বছরের মি ফ্যানদের জন্য শাওমি নিয়ে এলো ক্যাশব্যাক অফার। এই দুটি মডেলের স্মার্টফোন কিনলে মি ফ্যানরা পাবেন ১০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। আরও থাকছে ফ্রি হ্যান্ডসেট পাওয়ার সুযোগ।
দেশজুড়ে শাওমির অনুমোদিত বিক্রয় কেন্দ্র থেকে এই দুটি মডেল কিনলেই এই অফার পাওয়া যাবে।
রেডমি ফোরএ-তে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া রেডমি নোট ফাইভএ ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের পিডিএএফ রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
মেমোরি কার্ড ব্যবহারের জন্য রয়েছে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট। বাড়তি হিসেবে এই মডেল দুটিতে রয়েছে ফোর-জি নেটওয়ার্ক সাপোর্ট। এছাড়া গ্রামীণফোনের ১০ গিগা ডাটা পাওয়া যাবে বিনামূল্যে। ২ জিবি র্যাম ও ১৬ জিবি রমের রেডমি নোট ফাইভএ -এর দাম ১২ হাজার ৭০০ টাকা।
সমপরিমাণ র্যাম ও রমের রেডমি ফোর এ –এর দাম ১০ হাজার ৯৯০ এবং ২ জিবি র্যাম ও ৩২ জিবি রমের সেটের দাম ১১ হাজার ৯৯০ টাকা। সঙ্গে থাকছে দুই বছরের ওয়ারেন্টি।
ওয়ারেন্টি ভেরিভাই করা যাবে www.xiaomibangladesh.com.bd ওয়েব সাইটে।