বাংলাদেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীনফোন লিমিটেডে চাকুরির নিশ্চয়তা, যৌক্তিক ও নায্যতা ভিত্তিক বেতন বৃদ্ধির দাবী সহ ৭ দফা দাবীতে ২১ তম দিনের মত তাদের শান্তিপূর্ণ কর্মসুচি পালন করেছে সাধারন কর্মীরা। প্রথম থেকেই জিপিপিসি ও গ্রামীনফোন এ্যমপ্লয়ীজ ইউনিয়ন সাধারন কর্মীদের সাথে একাত্বতা প্রকাশ করেছে।
গ্রামীনফোন পিওপলস কাউন্সিলের প্রস্তাবিত ইনক্রিমেণ্টকে অকার্যকারী ঘোষনা করে কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তার ১৯ এপ্রিল ঘোষিত ইনক্রিমেণ্ট এ সমস্ত এ্যমপ্লয়ীরা চরম হতাশা প্রকাশ করলে সাধারন কর্মীরা ২০ এপ্রিল শান্তিপূর্ণ অবস্থান কর্মসুচী গ্রহ করে। এরই ধারাবাহিকতায় আজ লাল টি শার্ট পরে জিপি হাউজসহ সারাদেশের গ্রামীনফোনের সকল কার্যালয়ে দুপুর ১টা ৩০ মিঃ থেকে ২ টা পর্যন্ত প্লাজা এরিয়ায় শ্লোগানসহ প্রতিবাদ ও লেভেল ২ তে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসুচী পালন করে।
গ্রামীনফোনের সাধারণ কর্মীরা তাদের ন্যায্য দাবী না মানা পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচী চালিয়ে যাবার প্রত্যয় ব্যাক্ত করে।
উল্লেখ,কর্মীদের পরিশ্রমের কারনেই আজ বাংলাদেশের অন্যতম কর্পোরেট হাউজ গ্রামীনফোন ২০১৭ সালে রেকর্ড পরিমানরাজস্ব এবং মুনাফা করেছে। কিন্তু বেতন বৃদ্ধির ঘোষনার সাথে তাদের আইনগত অধিকার কোম্পানীর মুনাফায় কর্মচারীদের পাওনার অংশ এবং পারফরমেন্স বোনাসের অংশও এই হিসাবের সাথে সংযুক্ত করায় সাধারন শ্রমিক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এবং তারই ফলশ্রুতিতে সাধারন শ্রনিক-কর্মচারীরা লাগাতার কর্মসূচীর ডাক দিয়েছে এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ন কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে। বিজ্ঞপ্তি।
লাল টিশার্ট পরে ৭ দফা কর্মসূচি পালন করছে গ্রামীণফোনের কর্মীরা
previous post