ফেসবুক থেকে কোনোলিঙ্ক আপনার মেইলেআসলে খোলার ক্ষেত্রেখানিকটাসতর্কতাইঅবলম্বন করুন। ইনবক্সে ঢুকেইযদি মেইলের থাকা লিঙ্কে ক্লিককরেবসেন, বিপদে পড়তেপারেন। কারণ ওই মেইলহয়তো ফেসবুক থেকে আসেইনি। ইদানীংকিছুঅত্যাধুনিক কৌশলকাজেলাগিয়েহ্যাকাররা ওত পেতেরয়েছেআপনার সর্ব¯^ হাতানোরজন্য। সোশ্যাল নেটওয়ার্কিংসাইটেআপনারগতিবিধিরওপর সর্ব¶ণ নজররাখছেতারা।
ফেসবুক প্রোফাইলেআপনারউপস্থিতিকিছুদিন টেরনা পেলেইএকটিবিশেষধরনের মেইল ও তার সঙ্গে লিঙ্ক পাঠাচ্ছে আপনার ওই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মেইলআইডিতে। ওই মেইলে লেখা থাকছে, ‘আপনি বেশকিছুদিন ফেসবুকেছিলেননা। আপনার মেসেজগুলিশিগগিরডিলিটহতেচলেছে’। এর সঙ্গেই আপনাকে দুটোঅপশন দেওয়া হবে। ‘ভিউ মেসেজ’এবং‘গোটু ফেসবুক’। এর কোনওএকটিতেক্লিককরলেইআপনারযাবতীয় তথ্য চলে যেতেপারেহ্যাকারদেরহাতে। এই ধরনের মেইল পেলেতাএড়িয়েচলারপরামর্শই দিচ্ছেনবিশেষজ্ঞরা।