নতুন আরেকটি ফোন আনতে যাচ্ছে চীনের অ্যাপল খ্যাত প্রতিষ্ঠান শাওমি। গত কয়েক মাস ধরেই শাওমি রেডমি নোট ৫ ডিভাইসটি নিয়ে নিয়ে গুঞ্জন চলছে, এবার ফাঁস হল রেন্ডার ছবি।ফাঁস হওয়ার ছবিতে দেখা যায়, ফোনটির পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।এদিকে ফাঁস হওয়ার কনফিগারেশনের তথ্যমতে, ডিভাইসটিতে থাকতে পারে ৫.৯৯ ইঞ্চি ফুল ভিউ এইচডি ডিসপ্লে, যার রেজুলেশন হতে পারে ১০৮০×২১৬০ পিক্সেল।প্রসেস হিসেবে মিলতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬। ৩ ও ৪ গিগাবাইট সংস্করণে ডিভাইসটি বাজারে আসতে পারে। থাকবে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি এবং মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা।ছবি তোলার জন্য পিছনে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ, সেখানে মিলবে ১৬ ও ৫ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা।ব্যাকআপ সুবিধা দিতে মিলবে ৪ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া থাকবে ওয়াইফাই, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সসহ কুইক চার্জ ৪ প্রযুক্তি। ফলে দ্রুত চার্জ হবে ফোনটি।সাদা, কালো ও নীল রঙে মিলবে ডিভাইসটি।মূল্য হাতে পারে ২৩৭ মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে, এমডব্লিউসিতে ডিভাইস শাওমি এই রেডমি নোট ৫ উন্মোচন করতে পারে।
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post
আইট্রিপলির পুরস্কার এল যে গবেষণায়
next post