আবার চমক দিতে আসছে শাওমি। রেডমি কে ২০এরপর আসছে কে ৩০। রেডমি কে৩০ হবে গেইমিং ফোন। এমনটাই ধারণা করা হচ্ছে।
এটি ফাইভজি নেটওয়ার্ক সাপোর্ট করবে। উইবো পোস্টে এ তথ্য জানিয়েছেন রেডমির জেনারেল ম্যানেজার লু ওয়েবিং।
ফোনটি এখনো রিসার্চ ও ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। আগামী বছরের প্রথম ভাগে ফোনটি বাজারে আনা হবে।
রেডমি কে৩০ এলে সেটাই হবে রেডমি ব্র্যান্ডের প্রথম ফাইভজি ফোন।
জুনে বাজারে আসা রেডমি কে২০ ও রেডমি কে২০ প্রোর ১ মিলিয়ন (১০ লাখ) ইউনিট বিক্রি হয়েছে। এ ধারাবাহিকতায় নতুন রেডমি কে৩০ আসবে।