TechJano

শাওমি আনল গেইমিং কিবোর্ড

চীনভিত্তিক প্রযুক্তি কোম্পানি শাওমি প্রায় সব ধরনের ইলেক্ট্রনিক্স তৈরির পর এবার আনছে  গেইমিং কিবোর্ড।মেকানিক্যাল কিবোর্ডটিতে আছে আরজিবি লাইটিং, আর দাম ধরা হয়েছে ২২৯ ইউয়ান বা প্রায় ৩ হাজার টাকা।

এতে ব্যবহার করা হয়েছে টিটিসি সুইচ, যা চেরি একএক্স ব্রাউন সুইচের মত অনেকটা। প্রতিটি বাটন ৩ মিলিমিটার পর্যন্ত দাবানো যাবে, যাতে টাইপ করা বা গেইম খেলার সময় পাওয়া যায় বাড়তি আরাম। আরজিবি লাইটিং পুরোপুরি গেইমারের নিয়ন্ত্রণে থাকবে। কিবোর্ডটি চালানোর জন্য দেয়া হয়েছে সনিক্স ৩২ বিট এআরএম সিপিউ।

কালো বডির কিবোর্ডটিতে আরজিবি লাইটিং ছাড়া ডিজাইনে আর কোনও গেইমিং ছোঁয়া নেই। তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম এবং পিবিটি প্লাস্টিক ব্যবহারে।কিবোর্ডটি ১০০০ হার্জ পোলিং সমর্থন করে। পিসির সঙ্গে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে ইউএসবি ক্যাবল।

শাওমি আনলো এআই যুক্ত নতুন ফোরজি ফিচার ফোন!

Exit mobile version