আসছে শাওমির এমআই এ২। কম দামের ফোন হবে, সবারই জানা। ২৪ জুলাই এমআই এ২ ফোন উন্মোচন হবে স্পেনে। কি থাকছে এমআই ্ও ২ এ? দামই বা কত হবে? স্পেসিফিকেশনসহ ৪ জিবি র্যাম ৬৪ জিবি রমের সংস্করণের দাম হতে পারে ২৭৬ মার্কিন ডলার।
জানা গেছে, নতুন ফোনটি মূলত রেডমি ৬ প্রো ফোনটির অ্যান্ড্রয়েড ওয়ান সংস্করণ। হার্ডওয়্যার প্রায় শাওমি এমআই এ১-এর মতোই। তবে মূল্য অনেক কম। ভবিষ্যতেও এর মূল্য আরও কমবে বলেই ধারণা করা হচ্ছে। ফোনটিতে থাকছে নচ যুক্ত ফুলএইচডি প্লাস, ২২৮০ x ১০৮০ পিক্সেল রেজুলেশনের ৫ দশমিক ৮৪ ইঞ্চি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ অক্টাকোর প্রসেসর, ৩ বা ৪ গিগাবাইট র্যাম এবং ৩২ বা ৬৪ গিগাবাইট স্টোরেজ।
স্বল্পমূল্যে শাওমির লাইট সংস্করণ এখন বাজারে
ফোনটির পেছনে দেওয়া হয়েছে ১২ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে আছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সঙ্গে থাকছে ৪০০০ এমএএইচ সমৃদ্ধ ব্যাটারি।অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ওয়ান ইন্টারফেইস যুক্ত ওরিও ৮.১।