বাংলাদেশে শাওমি (Xiaomi) স্মার্টফোনের দাম মডেল ও স্পেসিফিকেশনের উপর ভেরিয় করে; বাজেট থেকে প্রিমিয়াম পর্যন্ত বিভিন্ন অপশন পাওয়া যায়।
শাওমি (Xiaomi) ফোনের দাম — বাংলাদেশ, ২০২৫ (সাম্প্রতিক তথ্য)
বাংলাদেশে শাওমি (Xiaomi) স্মার্টফোনের দাম মডেল ও স্পেসিফিকেশনের উপর ভেরিয় করে; বাজেট থেকে প্রিমিয়াম পর্যন্ত বিভিন্ন অপশন পাওয়া যায়। সামগ্রিকভাবে দাম প্রায় ৳১০,০০০ থেকে ৳১,৩০,০০০+ পর্যন্ত হতে পারে।
📱 জনপ্রিয় শাওমি ফোন ও তাদের আনুমানিক দাম
| মডেল | দাম (৳) |
|---|---|
| Xiaomi Redmi A5 (বেসিক মডেল) | ~১০,৯৯৯ |
| Xiaomi Redmi 14C / 14C 5G | ~২০,০০০ |
| Xiaomi Redmi Note 14 | ~২৭,০০০–৩০,০০০ |
| Xiaomi Redmi Note 14 Pro 5G | ~৩৬,০০০ |
| Xiaomi Redmi Turbo 4 Pro | ~৪৫,০০০ |
| Xiaomi Redmi K90 | ~৫৪,৫০০ |
📱 প্রিমিয়াম ও উচ্চ-শেষ মডেল
| ফ্ল্যাগশিপ/উচ্চ-শেষ মডেল | দাম (৳) |
|---|---|
| Xiaomi 17 | ~১০২,০০০ |
| Xiaomi 17 Pro | ~১০৫,০০০ |
| Xiaomi 17 Pro Max | ~১০০,০০০ |
| Xiaomi 15 Ultra | ~১৩৫,০০০+ (বেস মডেল) |
📌 দ্রষ্টব্য: এই দামগুলো বাজারভিত্তিক আনুমানিক; দোকানভেদে বা অফিশিয়াল/ আনঅফিশিয়াল ইম্পোর্টের উপর ভিত্তি করে ভিন্নতা থাকতে পারে।
ঈদকে সামনে রেখে জনপ্রিয় কয়েকটি স্মার্টফোনের দাম কমায় শাওমি। গ্রাহকদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তোলার জন্যই এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। দাম কমানো স্মার্টফোনগুলো হলো রেডমি নোট-৫, রেডমি-৫ প্লাস এবং রেডমি-৫।
এই তিনটি মডেলের দুটি করে সব মিলিয়ে ৬টি ভার্সনের দাম কমানো হয়েছে। এর মধ্যে রেডমি নোট-৫ এর দুটি ভার্সনেরই দাম কমেছে প্রায় ৩ হাজার টাকা। রেডমি-৫ প্লাসের দাম কমেছে প্রায় ২ হাজার ৫০০ টাকা এবং রেডমি ফাইভের দাম কমেছে প্রায় ১ হাজার ৫০০ টাকা।
গত মাসে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরুর সময় শাওমির ভাইস প্রেসিডেন্ট ও শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মানু জেইন বলেছিলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে শাওমির দাম কমানো হবে। এক মাসের মধ্যেই আশ্বাস বাস্তবায়ন করলেন তিনি।
১০ comments
mi note 5 Ai price koto
[…] পারে Snapdragon 675 processor এর নতুন ফোন। জনপ্রিয় শাওমির ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ফোনটির […]
[…] […]
[…] […]
[…] […]
Ami Kinbo
Good
[…] নানা দারুণ সব ফিচার থাকছে। আশা করি, রেডমি সিরিজের অন্যান্য ফোনের মতো রেডমি এ১ প্লাস ফোনটিও সবার মন জয় […]
[…] শাওমি বাংলাদেশের অন্যতম ব্র্যান্ড হিসেবে ক্রেতাদের কম দামে ফোন দিচ্ছে। […]
[…] শাওমি বাংলাদেশের অন্যতম ব্র্যান্ড হিসেবে ক্রেতাদের কম দামে ফোন দিচ্ছে। […]