রেকর্ড ভাঙার দিন আসছে । ১ মিলিয়ন মানে ১০ লাখ সদস্য হতে যাচ্ছে জনপ্রিয় গ্রুপ সার্চ ইংলিশের। সবার জনপ্রিয় এ গ্রুপের এত সদস্যকে শুভেচ্ছা আর ধন্যবাদ জানানোর দিন হতে যাচ্ছে। সার্চ ইংলিশ এখন ১০ লক্ষ সদস্যের পরিবার এটা বিশাল একটি ব্যাপার বলেই মনে করছেন এর সদস্যরা। গ্রুপটি যার হাত ধরে এত দূর এল সেই রাজীব আহমেদ আবেগে আপ্লুত । তিনি গ্রুপের সব সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, অনেক পরিশ্রম, রাতদিন লগেে থাকা আর সদস্যদের অনুপ্রেরণায় গ্রুপটি এত বড় হয়েছে। বিশ্বে এত বড় সক্রিয় আর দরকারি গ্রুপ নেই। ফেসবুক ডকুমেন্টারি করেছে, বড় স্বীকৃতি এসেছে। এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। গ্রুপটি ক্লিন, পরিচ্ছন্ন এর সদস্যরা মার্জিত। অন্যগ্রুপের মতো গালাগালি, পরচর্চার স্থান নেই। আছে নিখাদ চর্চা আর নিজেকে এগিয়ে নেওয়া। এখানে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, আফ্রিকার মেম্বারও আছেন। সবার জন্যই আজ আনন্দের দিন আসছে। তবে কি শুধু ধন্যবাদ জানাবেন? না আপনার কাজে লাগে এমন ইংরেজির চর্চা করে এগিয়ে যান এবং গ্রুপটিকে সামনে এগিয়ে নিন, এটাই কামনা। ধন্যবাদ ও অভিনন্দন থাকবে ১ মিলিয়ন গ্রুপ সদস্যকে।
সার্চ ইংলিশে রেকর্ড ১ মিলিয়ন সদস্য, শুধু কি ধন্যবাদ জানানোর দিন ?
written by Baadshah
এপ্রিল ৮, ২০১৮
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
২ comments
Tech Jano কে ধন্যবাদ।
Now we are 1 milion mrmbers in search Englis group that give most pleasure because i am also member of this group. I am feeling froud to be part of this group.Thanks to founder of this group Razib Ahmed.