নাটোরের সিংড়ায় দুস্থদের মাঝে যৌথভাবে ত্রাণ বিতরণ করেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড ও চায়না রেইলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ (সিআরআইজি)। রবিবার বিকালে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
হুয়াওয়ে ও সিআরআইজি অংশীদারিত্বের ভিত্তিতে নাটোরের সিংড়ায় দরিদ্র নারীদের মাঝে এই শাড়ী বিতরণ করেছে।
হুয়াওয়ে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেবাদানকারী প্রতিষ্ঠান। গ্রাহককেন্দ্রিক সেবা দেওয়ার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মিলে টেলিকম ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, কনজ্যুমার ও ক্লাউড কম্পিউটিং নিয়ে গঠনমূলক কাজ করছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি এর আইসিটি সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) কর্মকাণ্ডের সাথেও জড়িত।
previous post