সিটি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কম্পিউটার ল্যাবরেটরিতে “জাপানীজ আইটি সেক্টরের উপযোগী করে আইটি ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়ন” শীর্ষক প্রকল্পের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় “IT Engineers Examination (ITEE) বিষয়ক সেমিনার ও ক্যাম্পেইন ২৮ মার্চ, ২০১৯ (বৃহস্পতিবার ) অনুষ্ঠিত হয়।
সেমিনারে সিনিয়র পিআর অফিসার শিকদার মুহাম্মদ নাফি ও প্রজেক্ট অ্যাসোসিয়েট, জাইকা এক্সপার্ট টীম আব্দুল্লাহ আল-মোশরেফ রিফাত বাংলাদেশে জাইকার(জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী) বিভিন্ন আইসিটি প্রজেক্ট ট্রেনিং, আইটি এক্সামিনেশন এর পদ্ধতি বিশদভাবে আলোচনা করা হয়।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও অ্যাসোসিয়েট প্রফেসর মোঃ সাফায়েত হোসেনের সভাপতিত্বে সেমিনারের উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির এডিশনাল রেজিস্ট্রার মো: নজরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কোর্ডিনেটর, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সেমিনার আয়োজনে সার্বিক সহযোগিতা করে কম্পিউটার ক্লাব ও প্রোগ্রামিং ক্লাবের মেন্টর্স, মডেরেটর্স, এক্জিকিউটিভ মেম্বার্সবৃন্দ।