সিম কেনাটা এখন খুব সহজ হয়ে যাচ্ছে। আপনাকে এখন নতুন নিয়মে সিম কিনতে হবে। এর আগে সিম কিনতে যে ফরম পূরণ করতে হতো এখন আর তা পূরণ করা লাগবে না। ১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম চালু হয়েছে।
তবে যথারীতি সিম কেনার জন্য ছবি আর ন্যাশনাল আইডি কার্ডের কপি লাগবে।
এ নিয়মে লাভ হচ্ছে অবশ্য অপারেটরদের। তাদের কাগজের ফরম তৈরি ও ব্যবস্থাপনা লাগবে না। এখন বিক্রয় প্রতিনিধিরা
গ্রাহকের নাম ও বাবার নাম, ঠিকানা, এনআইডি নম্বর ডিজিটাল ফরম্যাটে তাৎক্ষণিক নিয়ে রাখবেন।
মোবাইল ফোন অপারেরটরা দীর্ঘদিন থেকে এ বিষয়ে দাবি জানিয়ে আসছিল। তারা বলছেন, এখন তাদের কাজ অনেকটাই সহজ হবে।
এর আগে ১ আগস্ট প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্ট সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি এবং অপারেটরদের বৈঠকের সময় এমন সিদ্ধান্ত হয়।
কিভাবে মোবাইল নম্বর ক্লোন হচ্ছে? কিভাবে ঠেকাবেন
বর্তমানে দেশে প্রতিদিন প্রায় ২০ হাজার সিম বিক্রি হয়। এর বাইরে আরও কয়েক হাজার সিম নতুন করে ইস্যু করা হয়।