বাজারে বহুল পরিচিত কম্পিউটার এক্সেসরিজ ব্র্যান্ড এ-ফোরটেক নিয়ে এসেছে নতুন KRS-83 এবং KRS-85 ফাংশনাল মাল্টিমিডিয়া কীবোর্ড। সর্বাধিক বিক্রিত এই কীবোর্ডটির নতুন এ সংস্করনে থাকছে মাল্টিমিডিয়া বাটনের অপশন।
এতে করে কীবোর্ড থেকেই সবরকমের মিডিয়া কী কন্ট্রোল যেমন ভলিউম বাড়ানো, কমানো, মিউট করা ইত্যাদি অপশনের কাজ করা যাবে।
কীবোর্ডে আরামদায়ক টাইপিং এক্সপেরিয়েন্স দিতে এর ডিজাইন করা হয়েছে এ-ফোরটেকের নিজস্ব পেটেন্ট করা ন্যাচারাল এ শেপের উপরে ভিত্তি করে। এছাড়া হাইট এডযাস্ট করার সুবিধা আরামদায়ক টাইপিং এক্সপেরিএন্সের নিশ্চয়তা দিবে। কিবোর্ডটির কীক্যাপে লেজার এনগ্রেভড ক্যারেকটার দেয়া আছে যাতে কিবোর্ডের কীক্যাপের লেটারগুলো সহজে উঠে যাবে না।
কীবোর্ডটি স্প্ল্যাশ প্রুফ তাই পানির ছিটা বা ঝাপটা থেকে থাকবে সুরক্ষিত। প্লাগ এন্ড প্লে এই কীবোর্ডটি যে কোন অপারেটিং সিস্টেম সমর্থন করতে সক্ষম।
A4TECH KRS-83 এবং KRS-85 ভিন্ন ডিজাইনের কীবোর্ড দুটির বাজার দর মাত্র ৬৫০ টাকা। কিবোর্ডগুলো পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যে কোন শাখাসহ সারা বাংলাদেশে।