তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ অনেক স্টার্টআপকে চোখের সামনে বড় হতে দেখেছেন। তিনি ঘুরেছেন সিলিকন ভ্যালিসহ নানা স্টার্টআপের আতুড়ঘর। নিজের অভিজ্ঞতার আলোকেই দেশে স্টার্টআপ কালচার শুরু করতে উৎসাহ দেন তিনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে স্টার্টআপ সফল করার মন্ত্র বললেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, একজন স্টার্টআপ তখনই সফল হয় যখন তার মধ্যে যে কোনো একটা সমস্যা সমাধানের উদ্দেশ্যমূলক দৃঢ় মানসিকতা থাকে।
জুনাইদ আহমেদ বলেন, ‘বিশ্বের ফেসবুক থেকে শুরু করে খান একাডেমি, টেন মিনিটস স্কুল থেকে শুরু করে সেবাডটকম, সেবা থেকে শুরু করে পাঠাও, বাহন, চলো সবগুলো স্টার্টআপই কিন্তু সূত্রপাত হয়েছে এই মাইন্ড সেটাপ থেকে।’
বিশ্বের সফল স্টার্টআপের কথা উল্লেখ করে পলক বলেন, ‘সে প্রোডাক্টগুলোই পৃথিবীকে জয় করেছে যেগুলো মানুষের সমস্যা সমাধানের মহৎ উদ্দেশ্যকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।’
রাজধানীর লেকশোর হোটেলে দ্য টু আওয়ার জবডটকমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।
এর মধ্যদিয়ে দেশে প্রথমবারের মতো শুধু নারীদের জন্য চালু হলো চাকরি খোঁজার ওয়েবসাইট দ্য টু আওয়ার জবডটকম। এখন ঘরে বসেই চাকরি বা ব্যবসার কাজ করতে নারীদের সহায়তা করবে এই ওয়েবসাইট।
অনুষ্ঠানে দ্য টু আওয়ার জবডটকমের প্রতিষ্ঠাতা সানজিদা খন্দকার বলেন, ‘যেসব নারী ঘরে বসে কাজ করতে চান, তাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই ওয়েবসাইটটি’।
সানজিদা খন্দকার বলেন, ‘আমি আমার পরিচিত অনেক নারীকে দেখেছি, লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখলেও বিয়ের পর তা আর বাস্তবায়ন করতে পারেননি। এতে তারা হতাশ হয়ে পড়েন এবং নিজের কাছের মানুষদের এ অবস্থায় দেখে আমি তাদের জন্য বিকল্প কিছু ভাবতে শুরু করি। আর সেখান থেকেই এই ওয়েবসাইট চালুর ভাবনা’।
তথ্যপ্রযুক্তি খাতে গত চার বছর চাওয়া-পাওয়ার হিসাব কি মিলেছে?
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে লেখাপড়া শেষ করা সানজিদাই বাংলাদেশে প্রথম এ ধরনের উদ্যোগ নিলেন। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ঘরে বসেই উপার্জন করতে পারবেন একজন নারী।