বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের স্মার্টফোনে অত্যাধুনিক প্রসেসর এবং অপারেটিং সিস্টেম – স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি এবং অ্যান্ড্রয়েড ১২ বেটা ১ যুক্ত করে শিগগিরই দারুণ কিছু স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। সম্প্রতি এ ঘোষণা দিয়েছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। উভয় প্রযুক্তি মিলিতভাবে স্মার্টফোনপ্রেমী তরুণদের অসাধারণ স্মার্টফোনের অভিজ্ঞতা প্রদান করবে।
স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি ও রিয়েলমি জিটি সমর্থিত অ্যান্ড্রয়েড ১২ বেটা ১- যুক্ত রিয়েলমি’র নতুন স্মার্টফোন খুব শিগগিরই বৈশ্বিক বাজারে পাওয়া যাবে।
রিয়েলমি তাদের স্মার্টফোনে সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করার লক্ষ্যে কোয়ালকমের সাথে নিরলসভাবে কাজ করছে, যাতে ব্যবহারকারীরা দুর্দান্ত পারফরমেন্স এবং উন্নতমানের গেমিং ফিচারগুলো উপভোগ করতে পারবেন। এই কাজের প্রতিফলন হল স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি, যা কোয়ালকম ক্রায়ো ৬৭০ সিপিইউযুক্ত ৬ ন্যানোমিটার চিপ এবং এটি ৪০ শতাংশ পারফরমেন্স বৃদ্ধিতে সক্ষম। এর অ্যাড্রেনো ৬৪২এল জিপিইউ গ্রাফিক্স রেন্ডারিং গতি আগের প্রজন্মের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি দ্রুত গতিসম্পন্ন।
বিস্তারিত আপডেট পেতে নজর রাখুন রিয়েলমি বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেইজে। লিঙ্কঃ https://cutt.ly/realme_BD । খুব শিগগিরই বাজারে নতুন ট্রেন্ডসেট করতে আসছে রিয়েলমি জিটি সাথে থাকবে অ্যান্ড্রয়েড ১২ বেটা ১ এবং স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি’র সাথে লিপ-ফরোয়ার্ড পারফরমেন্সের নতুন স্মার্টফোন।