নতুন বাজেটে বাড়তি শুল্কে ‘ব্যবসায়িক চ্যালেঞ্জের’ মুখে পড়ছে স্মার্টফোন আমদানিকারকরা।
এবার ১৫ শতাংশ বাড়তি আমদানি শুল্কের কারণে স্থানীয়ভাবে সংযোজিত স্মার্টফোনের বিপরীতে আমদানিকৃত স্মার্টফোনের মোট কর দাঁড়াচ্ছে তিনগুণ বেশি।
টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টেকশহরডটকমকে বলছেন, এখন পরিস্থিতি এমন করা হয়েছে যে হুয়াওয়ে, শাওমি, অপো হতে শুর করে নোকিয়া পর্যন্ত সব ব্র্যান্ডেরই নিশ্চিতভাবে লোকাল প্রোডাকশন এসেনশিয়াল হয়ে গেছে। অন্যথায় তারা লোকাল বাজারের সাথে টিকবে না।
আমদানিকারকরাও বলছেন ব্যয়বহুল আমদানিতে গ্রাহক পর্যায়ে বাড়তি দামের বোঝা ও সংযোজনের সঙ্গে এত বেশি পার্থক্যের কারণে তাদের টিকে থাকা চ্যালেঞ্জের হবে। একবারে এত করের বোঝা দেয়ার আগে আরও সময় চান তারা।
আমদানিকারকদের এমন দাবির বিষয়টি তুললে মন্ত্রী বলছেন, ‘আর কেনো এদের সময় দেয়া হবে? কারণ কি? ছয় মাসে যদি দেখা যেত পারা যাচ্ছে না, লোকাল প্রোডাকশন হচ্ছে না, চাহিদা মেটানো যাচ্ছে না- তাহলে সময়ের কথা চিন্তা করা যেতো। কিন্তু সফলভাবে এগিয়ে গেছে খাত।
’এখন দেশে মোট মোবাইল বাজার হলো তিন কোটি ইউনিটের। আটটি কারখানা দিয়ে মোট চাহিদার ৩০ শতাংশ পর্যন্ত কাভার করা গেছে। যেখানে এই কোম্পানিগুলো প্রোডাকশনের ইনিশিয়াল স্টেইজে আছে, কেউ বাজারে আসছে আসছে করছে। তাহলে এই বছরের মধ্যে দেখা যাবে এরা বাজারের ৫০ শতাংশ দখল করে ফেলেছে’ বলছিলেন মোস্তাফা জব্বার।
কোয়ালিটির প্রশ্নে মন্ত্রী বলছেন, অনেকেই বলে ‘লো কোয়ালিটি’ লোকাল ব্র্যান্ড। স্যামসাং কি লোকাল ব্র্যান্ড ? স্যামসাং তো প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের বাজার লুক্রেটিভ এবং এই বাজারে প্রোডাকশন কন্টিনিউ করা যায়।
তিনি বলেন, দেশে ফিচার ফোনের দখল ৭০ শতাংশ, যার অধিকাংশ কম সামর্থ্যের মানুষ ব্যবহার করে। সেখানে কোনো দাম বাড়ানো হয়নি। সে হিসেবে স্মার্টফোন নিয়ে বাড়তি চাপও হওয়ার কথা নায়।
‘আর হাইটেক পার্কে ট্যাক্স হলিডে দেয়া হচ্ছে, বাইরে জায়গা নিলে সেখানে হাইটেক পার্ক ঘোষণা দেয়া হবে, ক্যাশ ইনসেনটিভ রয়েছে। বুঝতে পারা যাচ্ছে না, বাংলাদেশে কারখানা করতে কোম্পানিগুলোর সমস্যা কোথায় ? প্রশ্ন করেন মন্ত্রী।
দেশে হুয়াওয়ে, শাওমি, আইফোন, আসুস, অপো, ভিভো, নোকিয়া , মটোরোলা, ওয়ানপ্লাস, ম্যাক্সিমাস, অনার রিয়েলমির মতো ব্র্যান্ডগুলো আমদানিনির্ভর।
বিপরীতে দেশে সংযোজিত হচ্ছে স্যামসাং, আইটেল-টেকনো, ওয়ালটন, সিম্ফনি, লাভা, উই, ওকে মোবাইল, উইনস্টার ব্র্যান্ড।
স্যামসাং ফ্লাগশিপ মডেলগুলো ছাড়া সব হ্যান্ডসেটই দেশে সংযোজন করে। টেকনোও চাহিদার বড় একটি অংশ এখানে সংযোজন করে।
অপো বাংলাদেশের প্রশাসনিক প্রধান জন লি টেকশহরডটকমকে বলছেন, এমন করে কর বাড়ানোর বিষয়টি আগে জানানো প্রয়োজন ছিল। এতে পরিস্থিতি পর্যালোচনা করে প্রস্তুতি নেয়া যেতো।
‘তিনগুণ বেশি করে বাড়তি দামের স্মার্টফোন তো কেউ কিনবে না। আমদানি আটকে যাবে এখন। এমন করারোপের চূড়ান্তের আগে সময় দেয়ার বিষয়টি বিবেচনা করা হোক’ বলেন অপোর এই কর্মকর্তা।
দেশে নোকিয়া, আইফোন, ম্যাক্সিমাস ও রিয়েলমি স্মার্টফোনের আমদানিকারক ইউনিয়ন গ্রুপ।
ইউনিয়ন গ্রুপের মোবাইল ডিভিশনের বিজনেস কন্ট্রোলার মোহাম্মদ আসিফ আলমগীর টেকশহরডটকমকে জানান, স্থানীয় ম্যানুফ্যাকচারিংয়ে সরকারের যে মনযোগ তা ঠিক আছে। ম্যানুফ্যাকচারিংয়ের অবশ্যই যাওয়া উচিত। কিন্তু অবকাঠামো এখনও তৈরি নয়।
‘কয়েকটি কোম্পানি-ইম্পোর্টার ম্যানুফ্যাকচারিং করছে। কিন্তু অধিকাংশ ইম্পোর্টারই ম্যানুফ্যাকচারিং করছে না। যেভাবে কর বেড়েছে তা দুশ্চিন্তার কারণ। নতুন করে দাম বেড়ে যাবে ২৫ শতাংশের মতো, এটা মিনিমাম বাড়বেই’ বলছিলেন তিনি।
মোহাম্মদ আসিফ আলমগীর বলছেন, তাদের এখনও অভ্যন্তরীণ কেৌশল ঠিক করা হয়নি যে কী করা হবে। এখন অবকাঠামোর জন্য আরও সময় প্রয়োজন। কমপক্ষে দুই বছর সময় দেয়া উচিত। পাশাপাশি আমাদের ব্যবসাকে বাঁচাতে হবে, শেষ হয়ে তো যাওয়া যাবে না।
সরকারের মেইড ইন বাংলাদেশের মিশনে স্থানীয় শিল্প উন্নয়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে নোকিয়া-এইচএমডি বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ টেকশহরডটকমকে বলেন, স্থানীয়ভাবে কারখানা স্থাপনে সরকার যে প্রণোদনা দিয়েছে তা সাধুবাদযোগ্য। কিন্তু এবারের বাজেটে স্মার্টফোন আমদানির করারোপ এত বাড়ানো হচ্ছে তা অনুমিত ছিল না। এখন বেশি দামের কারণে বিক্রিতে প্রভাব পড়বে এবং আমদানিতে তা অ্যালার্মিং হবে।
বাজার প্রস্তুতিতে সময় দেয়ার বিষয়টি বিবেচনার আহবান জানান এই কর্মকর্তা।
টেকনো ও আইটেলের কারখানা স্থাপনকারী ট্র্যানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক লোকাল ম্যানুফ্যাকচারিংয়ে সরকারের যে মনোভাব তাকে সাুধবাদ জানান।
বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বিএমপিআইএ’র এই পরিচালক বলছেন, কিছু জায়াগায় বড় গ্যাপ রয়ে গেছে। এরমধ্যে গ্রে মার্কেট। এখানে স্ট্র্যাগল করতে হচ্ছে। আমদানি কর বাড়ার ফলে গ্রে আরও বেড়ে যাওয়ার কারণ হবে। এতে না কারখানা স্থাপনকারী, না আমদানিকারক না সরকার কেউ লাভবান হবে না। তাই গ্রে বন্ধ করতে পারলে এটা ভাল উদ্যোগ আর তা না পারলে বড় ধরনের বিপদে পড়তে হবে।
গ্রে মার্কেট নিয়ে এমন আশংকার বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আইএমইআই ডেটাবেইজ করেছি। চোরাচালান করে ফোন এনে এদেশে চালাতে দেয়া হবে না।
মন্ত্রী বলছিলেন, কোনো দেশ চাইবে না অন্যের উপর নির্ভর থাকতে। নিজের শিল্প কারখানা গড়ে না উঠুক সবাই চায়। চীনের মতো দেশ রপ্তানি করলে ১৭ শতাংশ ইনসেনটিভ দেয়। বাংলাদেশ কেনো অপেক্ষায় থাকবে। তিন কোটি ডিভাইসের বাজার কোনোভাবেই অন্যের উপর ছেড়ে দেয়া যাবে না।
‘ব্যবসায় টিকতে চান তাহলে কারখানা করে প্রোডাকশনে যান’ আমদানিকারকদের প্রতি পরামর্শ রাখেন মন্ত্রী।
বর্তমানে আমদানি করা স্মার্টফোনে মোট কর ৩২ শতাংশ। এই ৩২ শতাংশের মধ্যে আমদানি শুল্ক ছিল ১০ শতাংশ। ২০১৯-২০ বাজটে যা ২৫ শতাংশ করা হয়েছে। ফলে হিসাব অনুয়ায়ী আমদানির সময় সব মিলিয়ে ৫০ শতাংশের বেশি কর ধার্য হবে।
অন্যদিকে দেশে সংযোজিত স্মার্টফোনের মোট কর ১৭ শতাংশের মতো। ২০১৯-২০ বাজেটে তা অপরিবর্তিত রাখা হয়েছে। সঙ্গে স্মার্টফোনের গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব রয়েছে এতে।
আর দেশে উৎপাদন করলে হ্যান্ডসেটের কর হবে মাত্র ৫ শতাংশ, যা নতুন বাজটে আগের মতোই আছে।
এর আগে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে মোবাইল হ্যান্ডসেটের আমদানি শুল্ক ১০ শতাংশ করা হয়। যা আগে ছিল ৫ শতাংশ।
বিপরীতে স্থানীয়ভাবে মোবাইল হ্যান্ডসেট তৈরিতে প্রয়োজনীয় সব রকমের যন্ত্রাংশ আমদানিতে ব্যাপক শুল্কছাড় ও প্রণোদনা দেয়া হয়।