দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের পরবর্তী স্মার্টফোনে থাকবে নমনীয় ডিসপ্লে, যা পড়ে গেলেও ভাঙবে না। এতদিন এ নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও এখন তা বাস্তব হতে যাচ্ছে। কেননা স্যামসাং স্মার্টফোনের জন্য নতুন ডিসপ্লে প্যানেল তৈরি করেছে। যা ফোন ব্যবহারের সময় হাত থেকে ডিভাইস পড়লেও ডিসপ্লে ভাঙবে না। সম্প্রতি স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যামোলেড ডিসপ্লে তৈরিতে স্যামসাংয়ে সুনাম রয়েছে। এই ধারাবাহিকতায় স্মার্টফোনের জন্য নতুন এই ডিসপ্লে প্যানেল তৈরি করা হয়েছে। ইতোমধ্যে ইউএল (আন্ডাররাইটারস ল্যাবটরিস) সার্টিফিকেশন পেয়েছে এই ডিসপ্লে।
প্রাথমিক পরীক্ষায় ৪ ফুট উপর থেকে ২৬ বার ফেলার পরেও ডিসপ্লেটি অক্ষত ছিল। এছাড়া সর্বোচ্চ ৭১ ডিগ্রি ও সর্বনিম্ন ৩২ ডিগ্রী তাপমাত্রা সহ্য করতে পারে এই ডিসপ্লে।
অবশ্য এই ডিসপ্লে স্যামসাংয়ের কোন ফোনে ব্যবহার করা হবে, এ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। স্যামসাং জানায়, চলতি বছরের শেষ নাগাদ এই নতুন ডিসপ্লে এক লাখ ও আগামী বছর ১০ লাখ ইউনিট বাজারজাত করা হবে।