হার্ডড্রাইভে প্রতিনিয়ত অনেক ফাইল খোঁজার ফলে একটি সার্চ হিস্টোরি তৈরি হয়। পরে কোনো কিছু খুঁজলে এ সার্চ হিস্টোরি সাজেশন দেয়। বেশি জমে গেলে তা মুছে ফেলতে পারেন। প্রথমে উইন্ডোজের ফোল্ডার এক্সপ্লোরালে যেতে হবে। তারপর সার্চ আইকনে ক্লিক করতে হবে। তাহলে উপরে একটি সার্চ মেনু দেখা যাবে। সেখান থেকে ‘recent searches’-এ ক্লিক করুন।এরপর clear searches history-তে ক্লিক করতে হবে। তাহলে সার্চ ইতিহাস মুছে যাবে।
হার্ডড্রাইভের সার্চ হিস্টোরি মুছতে চান?
previous post