শুধু অ্যাপল-স্যামসাং, শাওমি, অপো কিংবা আসুস নয়, হুয়াওয়ে ইনোভেশনে পেছনে ফেলতে চায় সবাইকে। আগামী এক বছরের মধ্যেই ভিন্ন ধরনের দুটি মডেলের ফোন বাজারে আনবে হুয়াওয়ে। হুয়াওয়ের পি ২০, নোভা সিরিজের নোভা থ্রিই কিংবা নতুন সব ফোনের ক্যামেরা ফিচার কিংবা নকশা বা কোনো ফিচার নিয়ে কারও কমতি থাকার কথা নয়। তবুও ইনোভেশনে আরেক ধাপে এগিয়ে পুরোপুরি গেমিং ফোন আনতে পারে হুয়াওয়ে।
হুয়াওয়ের কনজুমার বিজনেসের প্রেসিডেন্ট জিম শু বলছেন, দুই বিভাগের মধ্যে আগে গেমিং স্মার্টফোন ছাড়বে হুয়াওয়ে। চলতি বছরের শেষ দিকে নতুন স্মার্টফোনের দেখা মিলতে পারে। নতুন এ স্মার্টফোনে জিপিইউ টার্বো প্রযুক্তি ব্যবহার করতে পারে হুয়াওয়ে।
বিশেষ এ ফোনটিতে দ্রুতগতির প্রসেসর, উন্নত ডিসপ্লে থাকবে।
শুধু কি তাই, এ বছর ভাজ করা স্মার্টফোন দেখা দিতে পারে। যদিও এটি নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছে। তবে বাজার বুঝে ভাজ করা ফোন ছাড়ার কথা হুয়াওয়ের।
হুয়াওয়ের চমক দেওয়া ফোন রেডি
previous post