সম্প্রতি ‘হোয়াটসঅ্যাপ আর ফ্রি থাকছে না, এখন থেকে সাবস্ক্রাইব করে ব্যবহার করতে হবে বলে একটি ভুয়া লিংক ছড়ানো হয়। সেখানে আসল ওয়েবসাইটের মতো হুবহু দেখতে নকল একটি ওয়েবসাইট সাজিয়ে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যায়। সাবস্ক্রিপশনের জন্য দেয়া ফরমে ব্যবহারকারীর নাম, ঠিকানা, ফোন নম্বর (ক্ষেত্র বিশেষে কার্ডের নম্বর) ইত্যাদি উল্লেখ করতে বলা হয়।
নিরাপদ থাকতে করণীয়:
• কেবলমাত্র একটি ফোনেই আপনার আইডি ব্যবহার করুন
• ওয়েব ভার্সন ব্যবহারকারী করে হলে মাঝে মাঝে লগআউট ফ্রম অল ডিভাইসেস করে রিফ্রেশ করে নিন
• আপনার যাবতীয় চ্যাটিং নিরাপদ রাখতে টুএফএ ও এন্ডটুএন্ড এনক্রিপশন চালু করে রাখুন
• ভালো মানের মোবাইল সিকিউরিটি ব্যবহার করুন
রিভ অ্যান্টিভাইরাস ফ্রি ট্রায়াল ডাউনলোড করতে ভিজিট করুনঃ https://www.reveantivirus.com/download