এখন থেকে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ থেকেই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের ভিডিও দেখা যাবে। এমন সুবিধা দিয়ে মাধ্যমটি নতুন একটি ফিচার এনেছে। গত বুধবার প্লাটফর্মটি ‘পিপ্লকচার ইন পিকচার মোড’ নামের ওই ফিচার উন্মোচন করেছে।
তবে সুবিধাটি আপাতত শুধু অ্যান্ড্রয়েড বেটা অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্যই দেয়া হয়েছে। এক ব্যবহারকারী জানিয়েছেন, তিনি অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণ ব্যবহার করার সময় এমন ফিচার দেখেছেন এবং সেটা ব্যবহার করেছেন দুদিন আগে।
তবে সেটা পরীক্ষামূলক ছিল বলেও জানান তিনি। নতুন এই ফিচারে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় অন্য প্লাটফর্মের ভিডিও দেখতে পাবেন। সে ক্ষেত্রে তখন ভিডিওতে ক্লিক করলে আলাদা উইন্ডোতে পাশেই সেটি প্লে করে পিন পোস্ট হিসেবেও রাখা যাবে। যেটি আমরা ফেসবুকে দেখে থাকি।
ফিচারটি ব্যবহার করতে চাইলে হোয়াটঅ্যাপ ব্যবহারকারীদের তাদের সংস্করণটি হালনাগাদ করে ২.১৮.৩০১ এ নিতে হবে। অল্প সময়ের মধ্যেই ফিচারটি আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।