১৫তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বুধবার (২৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।
গতকাল মঙ্গলবার চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসিএ। এনটিআরসিএ’র নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সম্প্রতি মাধ্যমিক স্তরে আইসিটি, চারু-কারু ও শারীরিক শিক্ষা বিষয় চালু হয়েছে।
এসব বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে নতুন সিলেবাস তৈরি করা হচ্ছে। সেই সিলেবাস অনুযায়ী ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ কারণে ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হচ্ছে। তবে ডিসেম্বরের ১ম সপ্তাহে এ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান তিনি।
তথ্যসূত্র: বাংলাদেশ টাইমস