২০১৭ সালে ওয়্যারেবল ডিভাইস বা পরিধানযোগ্য প্রযুক্তির বিক্রি অনেকটাই বেড়েছে। প্রযুক্তিবাজার বিশ্লেষকদের ধারণা, ২০১৮ হবে ওয়্যারেবল ডিভাইসের বছর। ওয়্যারেবল ডিভাইস হিসেবে সবচেয়ে জনপ্রিয় হবে স্মার্টওয়াচ। মার্কিনবাজারগবেষণাপ্রতিষ্ঠানগার্টনারধারণাকরছে, চলতিবছরেবিক্রিরজন্য বাজারেআসতেপারেচার কোটি ১৫ লাখ স্মার্টওয়াচ, যারসংখ্যা ২০১৮ সালে বেড়ে দাঁড়াবেচার কোটি ৮২ লাখে। এ বছরটিকেইওয়্যারেবলডিভাইসবাপরিধানযোগ্য প্রযুক্তির বছরবলাযায়।
বাজারবিশ্লেষকেরাপূর্বাভাস দিচ্ছেন, চলতিবছরপরিধানযোগ্য প্রযুক্তি-পণ্যের বিক্রি বেড়ে দাঁড়াতেপারে ৩১ কোটিতে। ২০১৬ সালের চেয়েএরপরিমাণ ১৬ দশমিক ৭ শতাংশ বেশি। এ ছাড়াএসবপণ্য বিক্রি থেকে কোম্পানিগুলোতিনহাজার ৫০ কোটিডলারআয়করবেবলেজানিয়েছে প্রযুক্তি বাজারগবেষণাপ্রতিষ্ঠানগার্টনার।গার্টনারেরপূর্বাভাস, চলতিবছর সব মিলিয়ে ৩১ কোটিচারলাখেরমতোপরিধানযোগ্য পণ্য বিক্রি হতেপারে। আরএখান থেকে যে পরিমাণআয়হবেতারমধ্যে ৯৩০ কোটিমার্কিনডলারআয়হতেপারেশুধু স্মার্টওয়াচবিক্রি থেকে। এতেঅ্যাপলেরএকটাবড়ভূমিকা থাকবে।
২০২১ সালেরমধ্যে আয়েরপরিমাণগতদিক থেকে পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য বড়ভূমিকারাখবে। গার্টনারধারণাকরছে, আগামীকয়েকবছরেআরওপ্রতিষ্ঠানপরিধানযোগ্যপ্রযুক্তি-পণ্যের বাজারেপ্রবেশকরবে। এতে ২০২১ সালনাগাদ এই বাজারেরএকটিবড় অংশ হারাবেঅ্যাপল। গার্টনারধারণাকরছে, আসুস, হুয়াওয়ে, এলজি, স্যামসাং ও সনিরমতো ব্র্যান্ডগুলো স্মার্টওয়াচ তৈরিতেবড়অবদানরাখবে।
তথ্যসূত্র: রয়টার্স
২০১৮ সাল হবে ওয়্যারেবল ডিভাইসের বছর
previous post